হোম > সারা দেশ > ঢাকা

রাজধানীর লেকে মাছ নেই, হচ্ছে মশার চাষ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর গুলশান-বনানী লেকে মাছ নেই, তবে মশার চাষ হচ্ছে বলে মন্তব্য করেছেন ঢাকা সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম। আজ বুধবার দুপুরে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে কুড়িল ফ্লাইওভার-সংলগ্ন জলাশয়ে মাছ ছাড়ার সময় ডিএনসিসি মেয়র এ কথা বলেন। 

আতিকুল ইসলাম বলেন, ‘গুলশান বনানী, বারিধারার অভিজাত এলাকার অনেক বাড়ির সুয়ারেজ লাইনের সংযোগ রয়েছে লেকে। দূষিত পানি, এই জন্য মাছ চাষ নেই। ওখানে হচ্ছে মশার চাষ।’ 

মেয়র আতিক বলেন, ‘ডিএনসিসিতে আমি মাছ ছাড়ার কোনো পুকুর পাইনি, খাল পাইনি। দূষিত খাল বা জলাশয়ে মাছ ছাড়া নিরাপদ নয়। আমি মিরপুর, ভাষানটেকের কথা বাদ দিলাম। গুলশান, বনানী, বারিধারা অভিজাত এলাকাগুলোর লেকে সুয়ারেজ লাইনের সংযোগ। আমরা শীতে সুয়ারেজ লাইনের সংযোগ পাইপ কলাগাছ ঢুকিয়ে বিচ্ছিন্ন করে দেব।’ 

শহরের বিভিন্ন খাল দখল হয়ে গেছে উল্লেখ করে ডিএনসিসি মেয়র বলেন, ‘প্রত্যেক জায়গায় দখল, ক্ষমতা, আর টাকার খেলা। আগে খাল চওড়া ছিল ৬০ ফিট। এখন সেই খাল আছে ৩ ফিট-৫ ফিট। রামচন্দ্রপুর, বাউনিয়া খালের বড় অংশ দখল হয়ে গেছে। যেখানে খাল উদ্ধারে যাই, সেখানে মামলা। সবাই নিজের চিন্তা করে, শহরের চিন্তা করে না। সবাইকে দখলের বিরুদ্ধে সোচ্চার হতে হবে। আসুন আমরা অন্যায়ের বিরুদ্ধে, দখলের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলি।’ 

অবসরে প্রধানমন্ত্রী গণভবনে বড়শি দিয়ে মাছ ধরেন জানিয়ে ডিএনসিসি মেয়র বলেন, ‘আমরা মাছে-ভাতে বাঙালি। আমাদের আমিষের চাহিদার মোট ৬০ শতাংশ পূরণ হয় মাছ থেকে। মাছ চাষে আমাদের গুরুত্ব বাড়াতে হবে। বেকারত্ব দূর করতে বেশি বেশি মাছ চাষ করতে হবে।’ 

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব এস এম ফেরদৌস আলম, ডিএনসিসির ১৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মো. ইসহাক মিয়া, সংরক্ষিত কাউন্সিলর হাছিনা বারী চৌধুরী প্রমুখ।

ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার, চারজন গ্রেপ্তার

মিরপুরে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত কয়েকজন

ইভ্যালির রাসেল-শামীমা কারাগারে

জুলাই অভ্যুত্থানে আশুলিয়ায় লাশ পোড়ানোর রায় যেকোনো দিন

সেই ৪০০ কোটির পিয়ন জাহাঙ্গীরের ফ্ল্যাট-জমি ক্রোক, স্ত্রীর ব্যাংক হিসাব অবরুদ্ধ

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল

সাভারে ‘ভোটের রিকশা’র উদ্বোধন করলেন রিজওয়ানা হাসান

সর্বোচ্চ ভাড়া বাড়ির দামের ১৫ শতাংশ, দুই বছরের আগে বাড়ানো যাবে না: ডিএনসিসির নির্দেশনা

ইভ্যালির রাসেল-শামীমা ফের গ্রেপ্তার, ৩৯১ পরোয়ানার তথ্য পুলিশের হাতে

‘ভবঘুরেকে যৌনাচারে লিপ্ত দেখলেই সানডে মানডে ক্লোজ করে দিতাম’, পুলিশকে ‘সাইকো’ সম্রাট