হোম > সারা দেশ > ঢাকা

টঙ্গীতে পাওনা টাকা চাওয়ায় যুবককে খুন

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি

প্রতীকী ছবি

টঙ্গীতে পাওনা টাকা চাইতে গিয়ে ছুরিকাঘাতে এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল বুধবার রাত ৯টার দিকে টঙ্গীর পাগাড় নরেন্দ্র মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে। টঙ্গী পূর্ব থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ফরিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতের নাম সারোয়ার হোসেন (২৫)। তিনি গাইবান্ধা জেলার সদর থানার ভাজনের খামার গ্রামের আব্দুল খালেকের ছেলে। পেশায় একজন নির্মাণশ্রমিক সারোয়ার টঙ্গীর পাগাড় এলাকার জনৈক সোহেলের বাসায় একটি কক্ষ ভাড়া নিয়ে থাকতেন।

নিহতের বন্ধুদের বরাত দিয়ে পুলিশ জানায়, কয়েক মাস আগে সারোয়ারের কাছ থেকে ১ হাজার টাকা ধার নেন তাঁর বন্ধু ওমর ফারুক। পরে বেশ কয়েকবার টাকা ফেরত চাইলেও ওমর ফারুক দেননি। গতকাল বুধবার রাতে আবারও টাকা ফেরত চাওয়ার পর সারোয়ারকে ধারালো ছুরি দিয়ে বুকে, পেটে ও হাতে আঘাত করে পালিয়ে যান ওমর ফারুক। গুরুতর আহতাবস্থায় সারোয়ারকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় স্থানীয়রা। ঘটনার পর থেকে অভিযুক্ত ওমর ফারুক (২৯) পলাতক রয়েছেন।

টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক রাবেয়া বিনতে রিয়াজ বলেন, হাসপাতালে আসার আগেই সারোয়ারের মৃত্যু হয়েছে। মরদেহে ধারালো অস্ত্র দিয়ে আঘাতের চিহ্ন রয়েছে।

টঙ্গী থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল্লাহ আল রুম্মান টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতাল থেকে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছেন।

টঙ্গী পূর্ব থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ফরিদুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। অভিযুক্তকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। নিহতের পরিবারের সদস্যদের খবর পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি মামলা দায়ের করা হবে।

অবৈধ গ্যাস-সংযোগ কাটতে গিয়ে হামলার শিকার তিতাসের কর্মকর্তারা

রাজবাড়ীতে ট্রাকচাপায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত

ওমরাহফেরত হাজির ব্যাগে ৬৮০ গ্রাম সোনার গয়না, শাহজালালে গ্রেপ্তার

পানির অপচয় ও অবৈধ সংযোগ রোধে ঢাকার ওয়াসায় ‘স্মার্ট মিটার’

এক্সপ্রেসওয়েতে ট্রাক থেকে গ্যাস সিলিন্ডার লুট, ৪৬২টি উদ্ধার করল পুলিশ

এবারের সাকরাইনে নেই জৌলুস, বিরোধিতা করছে একটি মহল

সাংবাদিক নঈম নিজামসহ ৩ জনের বিরুদ্ধে মামলা বাতিল, অব্যাহতি

ধামরাইয়ে ৫ ইটভাটার মালিককে ৩০ লাখ টাকা জরিমানা

দুর্বল সরকার পেয়ে যে যা ইচ্ছা করছে—তীব্র যানজটে ভোগান্তির শিকার যাত্রীর ক্ষোভ

জাকসু নির্বাচনে দায়িত্ব পালনকালে মারা যাওয়া শিক্ষিকার নামে জাবির সিনেট ভবনের নামকরণ