হোম > সারা দেশ > মাদারীপুর

মাদারীপুরে বালু উত্তোলনে বাধা দেওয়ায় হাতবোমা নিক্ষেপ, আহত ৩

মাদারীপুর প্রতিনিধি

মাদারীপুর জেলা হাসপাতালে আহত চম্পা বেগম। ছবি: আজকের পত্রিকা

মাদারীপুরে আড়িয়াল খাঁ নদ থেকে অবৈধভাবে বালু উত্তোলনে বাধা দেওয়ায় স্থানীয়দের ওপর হাতবোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে। এ সময় এক গৃহবধূসহ আহত হয়েছে ৩ জন। গতকাল রোববার রাত সাড়ে ৯টার দিকে মাদারীপুর সদর উপজেলার পাচখোলা ইউনিয়নের তাল্লুক গ্রামে এ ঘটনা ঘটে। মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন বিষয়টি নিশ্চিত করেন।

আহতরা হলেন মাদারীপুর সদর উপজেলার পাঁচখোলা ইউনিয়নের তাল্লুক গ্রামের হবি মালের স্ত্রী চম্পা বেগম (৪০), একই গ্রামের কুট্টি শিকদারের ছেলে সেলিম শিকদার (২৬) ও হাতেম মালের ছেলে আব্দুল মাল (৬০)।

স্থানীয় ও আহতদের সূত্রে জানা যায়, আড়িয়াল খাঁ নদের সদর উপজেলার পাঁচখোলা ইউনিয়নের তাল্লুক গ্রামে দীর্ঘদিন ধরে বালু উত্তোলন করে আসছে স্থানীয় আলম হাওলাদার, পাপ্পু হাওলাদারসহ প্রভাবশালী চক্র। রোববার রাতেও কয়েকটি ড্রেজার মেশিন বসিয়ে সেখানে বালু উত্তোলন শুরু করে তারা। নদের পাড়ের লোকজন বাধা দিলে তাদের ওপর হঠাৎ হাতবোমা নিক্ষেপ করে। এ সময় তিনজন আহত হন। তাদের উদ্ধার করে মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে ভর্তি করা হয়। আহতদের মধ্যে গৃহবধূ চম্পা বেগমের অবস্থা গুরুতর।

ঘটনার পর থেকে অভিযুক্তরা পলাতক থাকায় তাদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

মাদারীপুর সদর মডেল থানার ওসি আল মামুন বলেন, পুলিশ ঘটনাস্থল ও হাসপাতাল পরিদর্শন করেছে। এ ব্যাপারে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মাদারীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওয়াদিয়া শাবাব বলেন, ‘আড়িয়াল খাঁ নদে বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। দিনে ও রাতে আলাদা অভিযান চালাচ্ছে প্রশাসন। এরই মধ্যে বেশ কয়েকজনকে জেল-জরিমানা করা হয়েছে। এ ছাড়া বেশ কিছু ড্রেজার মেশিনও জব্দ করা হয়েছে।’

ধানমন্ডিতে ককটেল বিস্ফোরণ

ঋণমুক্তির স্বপ্ন নিয়ে ঢাকায় এসেছিলেন সিয়াম, নিভে গেলেন হাতবোমায়

হাদি হত্যা: আদালতে ঘটনার যে বর্ণনা দিলেন প্রত্যক্ষদর্শী সেই রিকশাচালক

নারায়ণগঞ্জে কোটি টাকা মূল্যের নকল স্ট্যাম্প জব্দ, আটক ২

ফরিদপুর জিলা স্কুলের ১৮৫ বছর পূর্তি, জমকালো আয়োজনে নবীন-প্রবীণের মিলনমেলা

ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কে তীব্র যানজট

গজারিয়ায় পুলিশের টহল গাড়িতে কাভার্ড ভ্যানের ধাক্কা, সার্জেন্টসহ আহত দুই

রাজবাড়ীতে চাঁদাবাজির সময় গণপিটুনিতে সম্রাট বাহিনীর প্রধান নিহত

সুজনের গোলটেবিলে পর্যবেক্ষণ: ভোটের খরচ না কমলে দুর্নীতিও কমবে না

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১০ কিলোমিটার যানজট