হোম > সারা দেশ > ঢাকা

সাবেক অতিরিক্ত পুলিশ সুপার মোমিনসহ ৬ জনের বিরুদ্ধে মামলা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বিয়ের আশ্বাস দিয়ে অর্থ আত্মসাতের অভিযোগে পুলিশের সাবেক অতিরিক্ত পুলিশ সুপার (এসপি) মোমিন উল্লাহ পাটোয়ারীসহ ৬ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। আজ মঙ্গলবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সুলতান সোহাগ উদ্দিনের আদালতে মামলা করা হয়।

৫৬ বছরের আমেরিকান প্রবাসী এক নারী মামলাটির আবেদন করেন। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে আগামী ১৯ নভেম্বর ডিবি পুলিশকে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।

মামলায় যাদের আসামি করা হয়েছে তারা হলেন—কাফরুল থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সেলিমুজ্জামান, সাবেক পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ আবু আজিম, সাবেক এসআই টি এম ফরিদুল আলম, ঢাকা উত্তরের সিটি করপোরেশনের ২৩ নং ওয়ার্ড কমিশনার সাখাওত হোসেন ও আফরোজা।

বাদীপক্ষের আইনজীবী শামীম আহমেদ মামলা দায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।

বাদীর আরজিতে বলা হয়েছে, ২০২০ সালের ১৪ আগস্ট পুলিশের সাবেক এসপি মোমিনের কাফরুলের বাসায় ভাড়াটিয়া হিসেবে ওঠেন বাদী। বাসা ভাড়া ও ফার্নিচারের অ্যাডভান্স হিসেবে ৬ লাখ টাকা নেন। ভাড়াটিয়া হিসেবে ১৮ দিন অবস্থানকালে আসামি ভিকটিমকে বিবাহের প্রস্তাব দেয়। ভিকটিম বিবাহের প্রস্তাবে রাজি না হলে মোমিন তার বাসার বাহির থেকে ভিকটিমকে তালাবদ্ধ করে রাখে। এরপর ভিকটিম জীবন বাঁচার জন্য ৯৯৯ কল করে পুলিশের সহযোগিতায় উদ্ধার হয়। মোমিনের বাসায় কোটি টাকার মালামাল রেখে ভিকটিম চলে আসে। আরজিতে বর্ণিত সংশ্লিষ্ট থানার পুলিশ কর্মকর্তা ও ওয়ার্ড কমিশনার ভিকটিমের মালামাল উদ্ধার না করে আসামি পক্ষ নিয়ে ভয়ভীতি দেখানোর অভিযোগ করেন বাদী।

শহীদ জিয়ার কবরের পূর্ব পাশে খোঁড়া হচ্ছে নতুন কবর

খালেদা জিয়ার জানাজা: যেসব পথে নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল

রাষ্ট্রীয় শোক: ঢাকায় ৩ দিন আতশবাজি, পটকা ফোটানো নিষিদ্ধ

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে বাড়ানো হলো মেট্রোরেলের ট্রিপ

হাদি হত্যা মামলা: সিবিউন-সঞ্জয়ের তৃতীয় দফায় রিমান্ড, ফয়সাল নামে আরও একজন রিমান্ডে

খালেদা জিয়ার মৃত্যুতে জাবিতে জাতীয়তাবাদী শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ফোরামের কালো ব্যাজ ধারণ

রাজধানীর রামপুরায় অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

গয়েশ্বর চন্দ্রের আসনে বিএনপির বিদ্রোহী তিন বড় নেতাসহ ১৬ প্রার্থী, শক্ত লড়াইয়ের আভাস

খালেদা জিয়ার মৃত্যুর খবর শুনে এভারকেয়ারের সামনে ভিড়, পুলিশের ব্যারিকেড

হারিয়ে যাওয়া কনাই নদ উদ্ধার উদ্‌যাপন