হোম > সারা দেশ > ঢাকা

সাবেক অতিরিক্ত পুলিশ সুপার মোমিনসহ ৬ জনের বিরুদ্ধে মামলা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বিয়ের আশ্বাস দিয়ে অর্থ আত্মসাতের অভিযোগে পুলিশের সাবেক অতিরিক্ত পুলিশ সুপার (এসপি) মোমিন উল্লাহ পাটোয়ারীসহ ৬ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। আজ মঙ্গলবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সুলতান সোহাগ উদ্দিনের আদালতে মামলা করা হয়।

৫৬ বছরের আমেরিকান প্রবাসী এক নারী মামলাটির আবেদন করেন। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে আগামী ১৯ নভেম্বর ডিবি পুলিশকে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।

মামলায় যাদের আসামি করা হয়েছে তারা হলেন—কাফরুল থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সেলিমুজ্জামান, সাবেক পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ আবু আজিম, সাবেক এসআই টি এম ফরিদুল আলম, ঢাকা উত্তরের সিটি করপোরেশনের ২৩ নং ওয়ার্ড কমিশনার সাখাওত হোসেন ও আফরোজা।

বাদীপক্ষের আইনজীবী শামীম আহমেদ মামলা দায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।

বাদীর আরজিতে বলা হয়েছে, ২০২০ সালের ১৪ আগস্ট পুলিশের সাবেক এসপি মোমিনের কাফরুলের বাসায় ভাড়াটিয়া হিসেবে ওঠেন বাদী। বাসা ভাড়া ও ফার্নিচারের অ্যাডভান্স হিসেবে ৬ লাখ টাকা নেন। ভাড়াটিয়া হিসেবে ১৮ দিন অবস্থানকালে আসামি ভিকটিমকে বিবাহের প্রস্তাব দেয়। ভিকটিম বিবাহের প্রস্তাবে রাজি না হলে মোমিন তার বাসার বাহির থেকে ভিকটিমকে তালাবদ্ধ করে রাখে। এরপর ভিকটিম জীবন বাঁচার জন্য ৯৯৯ কল করে পুলিশের সহযোগিতায় উদ্ধার হয়। মোমিনের বাসায় কোটি টাকার মালামাল রেখে ভিকটিম চলে আসে। আরজিতে বর্ণিত সংশ্লিষ্ট থানার পুলিশ কর্মকর্তা ও ওয়ার্ড কমিশনার ভিকটিমের মালামাল উদ্ধার না করে আসামি পক্ষ নিয়ে ভয়ভীতি দেখানোর অভিযোগ করেন বাদী।

অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় বনশ্রীর ছাত্রীকে খুন করেন তার বাবার হোটেলের কর্মচারী: র‍্যাব

সন্তানদের অটোপাস চান অভিভাবকেরা, রাজউক কলেজে মানববন্ধন

ব্যবসায়ী আমিরুলের মামলা থেকে অভিনেত্রী মেহজাবীন ও তাঁর ভাইকে অব্যাহতি

হাদি হত্যার অভিযোগপত্রে আপত্তির বিষয়ে সময় চান বাদী, শুনানি পেছাল ৩ দিন

কুড়িল বিশ্বরোডে রেললাইন থেকে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট

বিদেশে থাকা শীর্ষ সন্ত্রাসীর নির্দেশে খুন হন মুছাব্বির, পাঠানো হয় ১৫ লাখ টাকা

টেলিগ্রামে বিনিয়োগের প্রলোভন দেখিয়ে কোটি টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ১

মুছাব্বির হত্যায় গ্রেপ্তারদের মধ্যে দুজন আপন ভাই, আরেক ভাই পলাতক: ডিবি