হোম > সারা দেশ > ঢাকা

লোকদেখানো ভোট হচ্ছে: হিরো আলম

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

নির্বাচনী এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দেওয়া, ভোটারদের ভয়ভীতি দেখানোসহ বেশ কিছু অভিযোগ তুলে একতারা প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মো. আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম বলেছেন, ‘লোকদেখানো ভোট হচ্ছে।’

আজ সোমবার দুপুরে মানিকদী ইসলামিয়া মডেল মাদ্রাসা ভোটকেন্দ্র পরিদর্শন শেষে এসব কথা বলেন তিনি।

এই নির্বাচন নিয়ে ভোটারদের মধ্যে কোনো আগ্রহ নেই জানিয়ে হিরো আলম বলেন, সকাল থেকে মানুষের মধ্যে আগ্রহ ছিল যে সুষ্ঠু একটা নির্বাচন হবে। কিন্তু যখন মানুষ দেখছে এজেন্টদের ঢুকতে দেওয়া হইতেছে না, তখন ভোটারদের মধ্যেও একটা ভয় ঢুকে গেছে। মানুষ এখন ভাবছে, ভোট দিলেও নৌকা পাস করবে, না দিলেও নৌকা পাস করবে। এমন চিন্তা করে ভোটাররা ঘর থেকে বের হচ্ছেন না। লোকদেখানো ভোট হচ্ছে। 

কেন্দ্র থেকে এজেন্টদের বের করে দেওয়া হয়েছে অভিযোগ করে হিরো আলম বলেন, ‘অনেক কেন্দ্রে আমার এজেন্টদের ঢুকতে দেওয়া হয়নি। অনেককে সকালে ভয় দেখিয়ে বের করে দিয়েছে। সবাই তো আমাদের মতো সাহসী না। কয়েকজনকে মারধরও করা হয়েছে।’

নির্বাচন বর্জনের ঘোষণা দেবেন কি না, জানতে চাইলে তিনি বলেন, ‘না। ভোট বর্জন করব না। কারণ, আমি চাই জনগণ দেখুক, দেশে নির্বাচন কতটা সুষ্ঠু হইতেছে। জনগণ দেখুক, আমাদের ওপর কীভাবে অত্যাচার হইতেছে, এজেন্টদের বের করে দেওয়া হইতেছে, কেন আমরা ফেল করলাম। দেশের মানুষের চোখ খুলে দেওয়ার জন্য আমি শেষ পর্যন্ত থাকব।’

একতারা প্রতীকের প্রার্থী হিরো আলম বলেন, ‘আজকে আমি যদি নির্বাচনে না থাকতাম তাহলে নির্বাচন সুষ্ঠু হইতেছে কি না, জালিয়াতি কতটুকু হইতেছে, তা আপনারা বুঝতে পারতেন না। আমি নির্বাচনে থাকাতে আপনারা অনেক কিছু দেখতে পারছেন। এটা দেখানোর জন্যই আমি মাঠে ছিলাম।’

বর্তমান নির্বাচন কমিশনের অধীনে জাতীয় নির্বাচনও সুষ্ঠু হবে না জানিয়ে হিরো আলম বলেন, ‘আমার এজেন্টদের রাখার যাদের হিম্মত নেই, তাদের অধীনে সুষ্ঠু নির্বাচনের তো প্রশ্নই ওঠে না।’

 

ঢাকা মেডিকেলে রোগীর মৃত্যুতে চিকিৎসককে মারধর, ২ ঘণ্টা সেবা বন্ধ

ঢাকা-নারায়ণগঞ্জ রেলপথ: তিন বছরের প্রকল্পে এক যুগে কাজ ৫৪%

মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানের ফ্ল্যাট সিলগালা

স্বল্প বাজেট, দুর্বল বাস্তবায়নের চাপে স্বাস্থ্যব্যবস্থা—কর্মশালায় উদ্বেগ

তিতুমীর কলেজে ছাত্রদলের দুপক্ষের মধ্যে সংঘর্ষ, আহত ১৫ জন

ছিনতাইয়ের মোবাইল ভাগাভাগির দ্বন্দ্বে ট্রেনের ছাদে যুবক খুন, দুই কিশোরসহ গ্রেপ্তার ৪

শিবির নেতার বক্তব্যের প্রতিবাদে জবি ছাত্রদলের বিক্ষোভ মিছিল

রাজধানীতে দুর্ঘটনা বেশি ঘটে রাতে ও সকালে: রোড সেফটি ফাউন্ডেশন

মাইলস্টোন ট্র্যাজেডি: ১৮৩ দিন পর বাড়ি ফিরল আবিদ

রাজধানীতে নির্মাণাধীন ভবনের লিফটের ফাঁকা অংশ থেকে শিশুর মরদেহ উদ্ধার