হোম > সারা দেশ > ঢাকা

প্রযোজক সারওয়ার জাহানের মামলায় স্ত্রী রুকাইয়া কারাগারে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

পরকীয়া ও পাসপোর্টে নাম জালিয়াতি করে সন্তানকে বিদেশে নেওয়ার চেষ্টার অভিযোগে টেলিভিশন ও ওটিটি প্লাটফর্মের আলোচিত প্রযোজক সারওয়ার জাহানের মামলায় তার স্ত্রী রুকাইয়াকে কারাগারে পাঠানো হয়েছে।

আজ সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম তাকে কারাগারে পাঠানোর এই নির্দেশ দেন।

গতকাল রোববার রুকাইয়াকে গ্রেপ্তার করে পুলিশ। আজ আদালতে হাজির করার পর আইনজীবী জামিনের আবেদন করেন। শুনানি শেষে আদালত জামিনের আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এর আগে গত ২১ অক্টোবর সারওয়ার জাহান বাদী হয়ে মামলা করেন। গত ২৩ অক্টোবর বাদী সারওয়ার জাহানের স্ত্রী রুকাইয়া এবং আনোয়ারুল কবির নামে দুজনের বিরুদ্ধে গ্রেপ্তার পরোয়ানা জারি করেন আদালত।

মামলায় বলা হয়, রুকাইয়া তাহসিনা ওরফে অন্তরা মেহজাবিনের সঙ্গে ২০১২ সালে সারওয়ারের বিয়ে হয়। তাঁদের দুই সন্তান। এই অবস্থায় আনোয়ারুল কবির ওরফে শাকিল নামে একজনের সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়ে রুকাইয়া। ছয় বছর ধরে দুইজনের সঙ্গে সম্পর্ক চালিয়ে আসছিলেন। সর্বশেষ গত ১১ জানুয়ারি সারওয়ার সেটা জেনে আলাদা হয়ে যান। এমতাবস্থায় বড় সন্তান আহিল সারওয়ারের নাম জাল করার চেষ্টা করেন স্ত্রী। বাবার নামের স্থলে পরকীয়া প্রেমিক কবিরের নাম দিয়ে পাসপোর্ট পরিবর্তন করে বিদেশে পালিয়ে যাওয়ার চেষ্টাও করেন রুকাইয়া।

দীপক্ষের আইনজীবী আল মামুন রাসেল বলেন, প্রচলিত আইন অনুযায়ী একটি ভয়ংকর অপরাধ বলেছেন বাদীর স্ত্রী। আদালত তাই জামিন নামঞ্জুর করেছেন।

এখন পর্যন্ত বেশ কিছু ওটিটি কন্টেন্ট ও নাটক প্রযোজনা করেছেন সারওয়ার জাহান। নাটকের মধ্যে কাজল আরেফিন অমি পরিচালিত ‘মিসিং’, তপু খান পরিচালিত ‘শেষ ভালোবাসা’, মাবরুর রশিদ বান্নাহর ‘জীবন’ উল্লেখযোগ্য।

ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার, চারজন গ্রেপ্তার

মিরপুরে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত কয়েকজন

ইভ্যালির রাসেল-শামীমা কারাগারে

জুলাই অভ্যুত্থানে আশুলিয়ায় লাশ পোড়ানোর রায় যেকোনো দিন

সেই ৪০০ কোটির পিয়ন জাহাঙ্গীরের ফ্ল্যাট-জমি ক্রোক, স্ত্রীর ব্যাংক হিসাব অবরুদ্ধ

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল

সাভারে ‘ভোটের রিকশা’র উদ্বোধন করলেন রিজওয়ানা হাসান

সর্বোচ্চ ভাড়া বাড়ির দামের ১৫ শতাংশ, দুই বছরের আগে বাড়ানো যাবে না: ডিএনসিসির নির্দেশনা

ইভ্যালির রাসেল-শামীমা ফের গ্রেপ্তার, ৩৯১ পরোয়ানার তথ্য পুলিশের হাতে

‘ভবঘুরেকে যৌনাচারে লিপ্ত দেখলেই সানডে মানডে ক্লোজ করে দিতাম’, পুলিশকে ‘সাইকো’ সম্রাট