ঢাকা সামাজিক বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) সাইদুল ইসলামের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আজ রোববার ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. জাকির হোসেন এই নিষেধাজ্ঞা জারির নির্দেশ দেন।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এই নিষেধাজ্ঞা দেন বলে দুদকের জনসংযোগ কর্মকর্তা আক্তারুল ইসলাম জানান।
দুদকের উপসহকারী পরিচালক এলমান আহাম্মদ রনি দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন। আবেদনে উল্লেখ করা হয়, ডিএফও সাইদুল ইসলামের বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত স্থাবর-অস্থাবর সম্পদ অর্জন ও ভোগদখলের অভিযোগে তদন্ত চলছে।
এ অবস্থায় অভিযোগসংশ্লিষ্ট ব্যক্তি সম্প্রতি পি আর এল (অবসরোত্তর ছুটি) ভোগ করছেন। এ ছাড়া তাঁর ভাইবোনেরা যুক্তরাষ্ট্রে বসবাসরত, ফলে তিনি দেশত্যাগ করে পালিয়ে যেতে পারেন—এমন তথ্য দুদক বিশ্বস্ত সূত্রে জানতে পারে। সুতরাং সুষ্ঠু তদন্তের স্বার্থে তাঁর বিদেশ গমনে নিষেধাজ্ঞা প্রয়োজন।