হোম > সারা দেশ > ঢাকা

সাংবাদিক রোজিনাকে হেনস্তার প্রতিবাদে বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক

ঢাকা: প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামকে সচিবালয়ে পাঁচ ঘণ্টা আটকে রেখে হেনস্তা ও গ্রেপ্তারের প্রতিবাদ এবং জড়িতদের শাস্তির দাবি জানিয়েছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন।

আজ মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবের সামনে ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় নির্বাহী সংসদ আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে এ আহ্বান জানানো হয়। এছাড়া প্রগতিশীল ছাত্র জোটের ব্যানারে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে রাজু ভাস্কর্যের সামনে প্রতিবাদী ব্যানার নিয়ে অবস্থান করেন বেশ কয়েকজন শিক্ষার্থী।

বিক্ষোভ সমাবেশে সভাপতির বক্তব্যে ছাত্র ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক সুমাইয়া সেতু বলেন, জনগণ জেনে যাবে প্রতিটি সেক্টরে কীভাবে দুর্নীতি হয়। যখনই এসব বিষয় নিয়ে একজন সাংবাদিক প্রতিবেদন করেছেন তখনই তাঁকে জেলে পোরা হয়েছে। আমরা এখন এমন সমাজে বসবাস করছি যেখানে কার্টুন আঁকলে জেলে পোরা হয়, গান গাইলে জেলে পোরা হয়।

তিনি আরও বলেন, সাংবাদিক রোজিনা ইসলামের গলা চেপে ধরা মানে শুধু সাংবাদিককে নয় দেশের প্রতিটি জনগণের গলা টিপে ধরা। যাতে কেউ সত্য কিছু লিখতে না পারে। ডিজিটাল নিরাপত্তা আইন দিয়ে জনগণকে অনিরাপদ করে রাখা হয়েছে। একজন সাংবাদিককে নথি দেখাতে তারা দায়বদ্ধ। ভোট লাগে না বলে তাদের সেই দায়বদ্ধতা নেই। তাই এখন এতবড় সাহস করেছে। অবিলম্বে ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল করতে হবে।

ছাত্র ইউনিয়নের উত্তরা সংসদের সভাপতি ও ঢাকা মহানগর সংসদের সদস্য সালমান রাহাতের সঞ্চালনায় সমাবেশে অন্যদের মধ্যে বাড্ডা থানার সভাপতি শাহারিয়ার জাহান ইমনসহ কয়েকজন নেতা বক্তব্য রাখেন।

উল্লেখ্য, গতকাল সোমবার স্বাস্থ্য মন্ত্রণালয়ে পেশাগত দায়িত্ব পালন করার সময় সেখানে রোজিনা ইসলামকে পাঁচ ঘণ্টারও বেশি সময় অবরোধ করে রেখে হেনস্তা করা হয়। এক পর্যায়ে অসুস্থ হয়ে পড়লে তাঁকে হাসপাতালে না নিয়ে শাহবাগ থানায় সোপর্দ করা হয়। রাত পৌনে ১২টায় পুলিশ জানায়, রোজিনার বিরুদ্ধে অফিসিয়াল সিক্রেটস অ্যাক্টে মামলা হয়েছে। পরে তাঁকে এই মামলায় গ্রেপ্তার দেখানো হয়। স্বাস্থ্য মন্ত্রণালয়ের অভিযোগের ভিত্তিতে স্বাস্থ্য সেবা বিভাগের উপসচিব ডা. মো. শিব্বির আহমেদ উসমানী এ মামলা করেন।

হাদি সিঙ্গাপুরে, হামলার নেপথ্যের ব্যক্তিরা অজানা

রাজধানীর দক্ষিণখানে যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা

ট্রাফিক পুলিশকে ২০০ মিটার টেনে নিয়ে যাওয়া অটোরিকশাচালক গ্রেপ্তার

শহীদ বুদ্ধিজীবীদের আত্মার মাগফিরাত ও খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় এতিম শিশুদের দোয়া

আনিস আলমগীরকে গ্রেপ্তার স্বৈরাচারী আমলে সাংবাদিক দমন-পীড়নের পুনরাবৃত্তি

কেরানীগঞ্জে সড়কের পাশ থেকে অজ্ঞাতনামা ব্যক্তির লাশ উদ্ধার

ড. ইউনূস যদি চান, সারা বাংলাদেশকে কারাগার বানাতে পারেন—আদালতে আনিস আলমগীর

জবি ভিসির ভবন ঘেরাও করে রেখেছেন আস-সুন্নাহর মেধাবী প্রজেক্টের শিক্ষার্থীরা

আতিফ আসলামের কনসার্ট নিয়ে প্রতারণা: মেইন স্টেজের ৫ কর্মকর্তার বিরুদ্ধে মামলা

আনিস আলমগীরকে ৫ দিনের রিমান্ডে পেল পুলিশ