হোম > সারা দেশ > ঢাকা

পারিবারিক কারণে লাশ গুমের নাটক সাজান উত্তরার সেই কেয়ারটেকার: পুলিশ

 উত্তরা (ঢাকা) প্রতিনিধি 

কেয়ারটেকার রিয়াজ উদ্দিন। ছবি: আজকের পত্রিকা

রাজধানীর উত্তরায় সেই নিখোঁজ কেয়ারটেকারকে উদ্ধার করা হয়েছে। তাঁকে হত্যার পর লাশ গুমের অভিযোগ করেছিলেন ছেলে। তবে তদন্তের পর দেখা যায়, রিয়াজ উদ্দিন (৬০) নিজেই নিখোঁজ হওয়ার নাটক সাজিয়েছিলেন। গতকাল শনিবার (৮ ফেব্রুয়ারি) রাতে টাঙ্গাইলের মধুপুর থেকে তাঁকে উদ্ধারের পর এসব তথ্য জানিয়েছে পুলিশ।

পুলিশ বলছে, রিয়াজ উদ্দিন পারিবারিক সমস্যার কারণে নিখোঁজের পরিকল্পনা করেছিলেন। সে অনুযায়ী বাজার থেকে মুরগি কেনার পর তা কেটে রক্ত ঘরের মেঝেতে ফেলে রাখেন, যাতে অন্যরা ধারণা করেন, তাঁকে হত্যা করা হয়েছে।

রিয়াজ উদ্দিনকে (৬০) হত্যার পর লাশ গুমের অভিযোগ করে তাঁর ছেলে ফারুক মিয়া থানায় অভিযোগ দিয়েছিলেন। অভিযোগ ও পুলিশ সূত্রে জানা গেছে, গত শুক্রবার (৭ ফেব্রুয়ারি) সকালে উত্তরার ৫ নম্বর সেক্টরের একটি বাড়ি থেকে নিখোঁজ হন রিয়াজ উদ্দিন। পরে তাঁর ছেলে ফারুক মিয়া উত্তরা পশ্চিম থানায় অভিযোগ করেন, তাঁর বাবাকে হত্যা করে লাশ গুম করা হয়েছে। ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশ বাড়ির গ্যারেজে রক্তের দাগ দেখতে পায় এবং রুমের ভেতরের মালপত্র এলোমেলো অবস্থায় পায়। ওই বাড়ির কেয়ারটেকার হিসেবে ২০ বছর ধরে ওই গ্যারেজেই থাকতেন তিনি।

পুলিশ জানায়, অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয় এবং আশপাশের সিসি ক্যামেরা ফুটেজ পর্যালোচনা করা হয়। তথ্যপ্রযুক্তির সহায়তায় তাঁকে টাঙ্গাইলের মধুপুরের গোলাবাড়ী এলাকা থেকে জীবিত উদ্ধার করা হয়।

উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান বলেন, রিয়াজ উদ্দিনকে জিজ্ঞাসাবাদে জানা গেছে, পারিবারিক সমস্যার কারণে তিনি পরিকল্পিতভাবে নিখোঁজ হন। বাজার থেকে একটি মুরগি কিনে এনে গ্যারেজে জবাই করে রক্ত ফেলেন, যেন পরিবার মনে করে তাঁকে হত্যা করা হয়েছে। এরপর তিনি মধুপুরে চলে যান।

উত্তরা জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) সাদ্দাম হোসেন বলেন, শুধু লিখিত অভিযোগের ভিত্তিতেই তদন্ত চালানো হয়। তথ্যপ্রযুক্তির সহায়তায় তাঁকে উদ্ধার করে পরিবারের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে।

বিমানবন্দর এলিভেটেড এক্সপ্রেসওয়ের ঢাকায় প্রবেশের পথ ৪ ঘণ্টা টোলমুক্ত থাকবে আগামীকাল

বিমানবন্দর থেকে গুলশান ও এভারকেয়ার হাসপাতাল এলাকায় ড্রোন ওড়ানো নিষেধ‎

বড়দিন উপলক্ষে আজ সন্ধ্যা থেকে শুক্রবার সকাল পর্যন্ত আতশবাজি ও ফানুস ওড়ানো নিষেধ

শ্রীপুরে গভীর রাতে ইটভাটায় ডেকে নিয়ে জাসাস নেতাকে কুপিয়ে হত্যা

যুবদল নেতা আরিফ সিকদার হত্যা: সুব্রত বাইনের মেয়ে ফের রিমান্ডে

ঘন কুয়াশায় মাওয়া এক্সপ্রেসওয়েতে চার যানবাহনের সংঘর্ষ, আহত কয়েকজন

ডেইলি স্টারে হামলার ঘটনায় গ্রেপ্তার আরও ১

ঢাকা মেডিকেলে ফেলে যাওয়া তরুণীর মরদেহ শনাক্ত, পরিবারের অভিযোগ হত্যা

পাখিও তো গান গায়, পাখির নীড় ভাঙবে কবে—সংস্কৃতিকর্মীর জিজ্ঞাসা

হাদি হত্যা মামলা: ফয়সালদের ৮ ব্যাংক হিসাব অবরুদ্ধ