হোম > সারা দেশ > ঢাকা

ঢাকার চার থানায় ২৫ মামলা, গ্রেপ্তার সাড়ে ৩শ 

সাভার (ঢাকা) প্রতিনিধি

কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সহিংসতার ঘটনায় ঢাকার চার থানায় ২৫টি মামলা দায়ের করা হয়েছে। এসব মামলায় এ পর্যন্ত সাড়ে তিন শর বেশি জনকে গ্রেপ্তার করা হয়েছে।

আজ রোববার আশুলিয়া থানায় ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. আব্দুল্লাহিল কাফী সাংবাদিকদের এ তথ্য জানান।

অতিরিক্ত পুলিশ সুপার মো. আব্দুল্লাহিল কাফী বলেন, ‘গত কয়েক দিন ঢাকাসহ সাভার এলাকায় সন্ত্রাস, নৈরাজ্য বিশৃঙ্খলা তৈরির যে প্রচেষ্টা হয়েছিল। সেই ঘটনাকে কেন্দ্র করে ঢাকার সাভার, আশুলিয়া, ধামরাই থানায় ২৩টি মামলা ও কেরানীগঞ্জে দুটিসহ মোট ২৫টি মামলা দায়ের করা হয়েছে। এসব মামলায় প্রায় সাড়ে তিন শর বেশি আসামিকে আমরা গ্রেপ্তার করেছি।’

তিনি বলেন, ‘যারা সক্রিয়ভাবে এই ধরনের নৈরাজ্য, তাণ্ডব এবং জনগণের জানমালের ক্ষয়ক্ষতি করেছে, মানুষকে ব্যাপক হয়রানি করেছে। অনেককে আমরা ভিডিও ফুটেজ দেখে আইডেনটিফাই করেছি, অনেককে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আইডেনটিফাই করেছি এবং একটি বিশেষ গোষ্ঠী যারা এই কাজে মদদ দিয়েছে তাদেরও আমরা চিহ্নিত করছি।’

গ্রেপ্তারদের মধ্যে কোনো ছাত্র আছে কিনা জানতে চাইলে পুলিশ সুপার বলেন, ‘আপনারা জানেন এ ধরনের কাজ যারা করেছে, তারা আসলে কিন্তু কেউ ছাত্র নয়। তারা ছাত্রদের মধ্যে মিশে গিয়ে আন্দোলনটিকে কলঙ্কিত করেছে। এটিকে যেমন প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করেছে, পাশাপাশি তাদের যে লক্ষ্য ছিল লুটপাটসহ নৈরাজ্য তৈরি করা।

এ কাজগুলো যারা করেছে, আমরা মূলত তাদেরই আটক করেছি। যারা নৈরাজ্য করেছে, লুটপাট করেছে তাদের পরিচয় একটাই। তারা নৈরাজ্যকারী, তারা লুটপাটকারী। তারা রাজনৈতিক উদ্দেশ্যে একাজগুলো করেছে। এরা আসলে ছাত্র হতে পারে না। তাদের অন্য যার যাই পরিচয় থাকুক না কেন, তারা আসলে অপরাধী।’

অফিস দখল নিয়ে জুলাই রেভেলসের দুজনকে জখম

হাদিকে হত্যাচেষ্টা: ফয়সালের স্ত্রীসহ আরও তিনজন গ্রেপ্তার

ওসমান হাদির শারীরিক অবস্থার উন্নতি নেই

সুপ্রিম কোর্টের এজলাসে আইনজীবী ছাড়া প্রবেশ সীমিত

‘কুকুরের বাচ্চা হত্যার বিচার হয় অথচ নিষ্পাপ শিশু হত্যার বিচার নেই’

বাড্ডায় যাত্রীবাহী বাসে আগুন

সাংবাদিক আনিস আলমগীর ডিবি হেফাজতে, জিজ্ঞাসাবাদ হবে

হাদিকে হত্যাচেষ্টায় ব্যবহৃত মোটরসাইকেলের মালিক ৩ দিনের রিমান্ডে

হাদিকে হত্যাচেষ্টা: শেরপুর থেকে দুজন আটক

সামিটের আজিজ খান ও তাঁর পরিবারের সম্পদ বিবরণী চেয়ে দুদকের নোটিশ