মাদারীপুর সদর উপজেলার খোয়াজপুর ইউনিয়নের মঠেরবাজার ও মস্তফাপুর ইউনিয়নের মস্তফাপুর বাজারে পৃথক অভিযান চালিয়ে ৫ মণ জাটকা জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত।
এ সময় জাটকা বিক্রির অপরাধে ৩ মাছ ব্যবসায়ীকে জরিমানা ৫ হাজার টাকা করে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল সোমবার এ অভিযান পরিচালনা করেন মাদারীপুর সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক মো. মাইনউদ্দিন।
দণ্ডপ্রাপ্তরা হলেন মাদারীপুর সদর উপজেলার ঝিকরহাটি গ্রামের নুরু দর্জি (৪২), খোয়াজপুর ইউনিয়নের চরগোবিন্দপুর এলাকার এমদাদ বয়াতী (৪৫) ও একই উপজেলার রাস্তি ইউনিয়নের পূর্ব রাস্তি এলাকার শাহ আলম (৪৫)।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক মো. মাইনউদ্দিন জানান, গতকাল সোমবার গোপন সংবাদের ভিত্তিতে খোয়াজপুর ইউনিয়নের মঠেরবাজার ও মস্তফাপুর ইউনিয়নের মস্তফাপুর বাজারে অভিযান চালিয়ে ৫ মণ জাটকা জব্দ করা হয়। এ সময় ৩ জনকে পাঁচ হাজার টাকা করে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। পরে জব্দকৃত জাটকা শহরের বিভিন্ন এতিমখানায় বিতরণ করা হয়।