রাজধানীর পল্লবী এলাকা থেকে এক কেজি হেরোইনসহ দুজনকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। গতকাল বুধবার বিকেল ৫টার দিকে বিশেষ অভিযান চালিয়ে মো. নুরন নবী ওরফে বিদ্যুৎ (৪৫) এবং মো. আজমাইন সেখকে (৩৯) আটক করা হয়।
আজ বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো বার্তায় র্যাব-৩ এর সহকারী পরিচালক (অপস্ ও ইন্ট শাখা), অতিরিক্ত পুলিশ সুপার বীণা রানী দাস জানান, আটক দুজন মাদকদ্রব্য হেরোইন ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে পল্লবী এলাকায় অবস্থান করছিলেন। সাক্ষীদের উপস্থিতিতে আটক দুজনের দেহ তল্লাশি করে তাঁদের হাতে থাকা একটি চামড়ার ব্যাগের ভেতর অভিনব কায়দায় লুকানো অবস্থায় এক কেজি হেরোইন উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা দীর্ঘদিন ধরে ঢাকা মহানগরীর বিভিন্ন স্থানে হেরোইন ক্রয়-বিক্রয় করে আসছে বলে জানায় র্যাব। তাঁদের বিরুদ্ধে মাদক আইনে মামলার পর গ্রেপ্তার দেখানো হবে বলে জানান বীণা রানী দাস।