হোম > সারা দেশ > ঢাকা

পুলিশি সেবা গ্রাম পর্যায়ে পৌঁছে গেছে: আইজিপি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

পুলিশের সেবা গ্রাম পর্যায়ে পৌঁছে গেছে। বিট পুলিশিংয়ের মাধ্যমে পুলিশি সেবা গ্রামে গ্রামে পৌঁছে দেওয়া হয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ। আজ মঙ্গলবার এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

রাজধানীর রাজারবাগে বাংলাদেশ পুলিশ মিলনায়তনে পুলিশ নির্মিত প্রথম গ্রাফিক নভেল ‘দুর্জয়ের ডায়েরি’ এবং অ্যানিমেটেড ফিল্ম সিরিজের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন ড. বেনজীর আহমেদ। অনুষ্ঠানে আইজিপি বলেন, ‘সরকার চেষ্টা করছে দেশের প্রতিটি গ্রামকে শহরের মতো করে গড়ে তুলতে। সরকারের এই প্রচেষ্টা বা উদ্যোগ তখনই সফল হবে, যখন গ্রামে নিরাপত্তা নিশ্চিত হবে। বিট পুলিশিংয়ের মাধ্যমে পুলিশ সে সেবা নিশ্চিত করেছে। যার ফলে সারা দেশে অপরাধও অনেকাংশে কমে গেছে।’

ড. বেনজীর আহমেদ বলেছেন, ‘বঙ্গবন্ধু প্রতিটি ইউনিয়নে একটি করে থানা করার পরিকল্পনা করেছিলেন। তিনি চেয়েছিলেন স্বাধীনতা পরবর্তী পুলিশ কলোনিয়াল পুলিশ হবে না, পুলিশ হবে জনবান্ধব, গণবান্ধব। এ জন্য আমরা বিট পুলিশিংয়ের মাধ্যমে পুলিশি সেবা গ্রামে পৌঁছে দিয়েছি। দেশকে ৬ হাজার ৯১২টি বিটে ভাগ করে বিট পুলিশিং চালু করা হয়েছে। ফলে ২০-২৫ হাজার মামলা কমেছে।’

এর আগে রাজারবাগে বাংলাদেশ পুলিশ মিলনায়তনে পুলিশ নির্মিত প্রথম গ্রাফিক নভেল ‘দুর্জয়ের ডায়েরি’ এবং অ্যানিমেটেড ফিল্ম সিরিজের উদ্বোধন করেন বেনজীর আহমেদ। অ্যানিমেটেড ফিল্ম সিরিজের চরিত্র দুর্জয় ‘দুর্জয়ের ডায়েরি’-এর মূল চরিত্র। এতে পুলিশ উপপরিদর্শক ইফতেখার আহমেদ দুর্জয় একজন বিট পুলিশ কর্মকর্তা। তাঁর সহকর্মী সহকারী উপপরিদর্শক নাজনীন নাহার শাপলা। প্রতিদিন দূরবর্তী এলাকা থেকে সাধারণ মানুষ নানা সমস্যা নিয়ে আসে দুর্জয়ের কাছে। সহকর্মীদের নিয়ে মানুষের সমস্যার সমাধান করেন তিনি।

অনুষ্ঠানে পুলিশ কর্মকর্তারা বলেন, এমন ৪০২টি গল্প নিয়ে তৈরি হয়েছে এই ফিল্ম সিরিজ। তবে আপাতত বখাটেদের উৎপাত প্রতিরোধ, মাদক বিক্রি বন্ধ, চুরি প্রতিরোধ, সামাজিক উপদ্রব বন্ধ, চাঁদাবাজদের আটক, উঠান বৈঠক, নাশকতা রোধসহ কেউ কোথাও হারিয়ে গেলে পুলিশি সহায়তা সম্পর্কিত দশটি গল্প নিয়ে এই সিরিজ প্রকাশ করা হয়েছে।’ 

অনুষ্ঠানে দুর্জয়ের ডায়েরির প্রাসঙ্গিকতা উল্লেখ করে পুলিশ প্রধান বলেন, গ্রাফিকস নভেলের মাধ্যম খুব দ্রুত জনগণের কাছে পৌঁছানো যায়। কার্টুন চরিত্র ‘মীনা’ এর প্রকৃষ্ট উদাহরণ। দুর্জয়ের ডায়েরিতে গ্রাফিকসের মাধ্যমে একদিকে জনগণ বিট পুলিশিং সেবা সম্পর্কে জানতে পারবেন। আবার বিট পুলিশিং কর্মকর্তারাও তাঁদের দায়িত্ব সম্পর্কে অবহিত হবেন। আইজিপি বলেন, ‘আমরা বিভিন্ন ঘটনা, সমস্যা, তথ্য, এজেন্ডাভিত্তিক সিরিজের প্রথম খণ্ড বের করেছি। পরে এ ধরনের আরও সিরিজ বের করা হবে।’

মেট্রোরেলের কার্ড রিচার্জ করা যাবে মোবাইল অ্যাপে

মুছাব্বির হত্যা: শুটার জিন্নাতের দায় স্বীকার, তিন আসামি ৭ দিনের রিমান্ডে

অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় বনশ্রীর ছাত্রীকে খুন করেন তার বাবার হোটেলের কর্মচারী: র‍্যাব

সন্তানদের অটোপাস চান অভিভাবকেরা, রাজউক কলেজে মানববন্ধন

ব্যবসায়ী আমিরুলের মামলা থেকে অভিনেত্রী মেহজাবীন ও তাঁর ভাইকে অব্যাহতি

হাদি হত্যার অভিযোগপত্রে আপত্তির বিষয়ে সময় চান বাদী, শুনানি পেছাল ৩ দিন

কুড়িল বিশ্বরোডে রেললাইন থেকে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট

বিদেশে থাকা শীর্ষ সন্ত্রাসীর নির্দেশে খুন হন মুছাব্বির, পাঠানো হয় ১৫ লাখ টাকা