হোম > সারা দেশ > গোপালগঞ্জ

নিখোঁজের ৩ দিন পর পাশের ইউনিয়নের পুকুরপাড়ে মিলল বৃদ্ধার লাশ

গোপালগঞ্জ প্রতিনিধি

গোপালগঞ্জে নিখোঁজের ৩ দিন পর একটি পুকুর পাড় থেকে শামচুন্নাহার (৭৫) নামে এক বৃদ্ধার লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল রোববার সন্ধ্যায় মুকসুদপুর উপজেলার ননীক্ষীর ইউনিয়নের গোয়ালগ্রামের চান্দার বিলের একটি পুকুর পাড় থেকে ওই বৃদ্ধার মরদেহ উদ্ধার করে মুকসুদপুর থানা-পুলিশ। সিন্দিয়াঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ শওকত হোসেন বিষয়টি নিশ্চিত করেন।
 
নিহত শামচুন্নাহার মুকসুদপুর উপজেলার কাশালিয়া ইউনিয়নের গুণহার গ্রামের মৃত নজরুল ইসলাম মিনার স্ত্রী।

শামচুন্নাহারের ছেলে মিন্টু মিনা বলেন, গত বৃহস্পতিবার রাতে বাড়ি থেকে বের হয় তার মা। বাড়িতে ফিরে না আসায় আত্মীয়-স্বজনের বাড়িতে খোঁজাখুঁজির করে না পাওয়ার পরে বিভিন্ন এলাকায় মাইকিং করা হয়। কিন্তু তাও সন্ধান পাওয়া যায়নি।

সিন্দিয়াঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ শওকত হোসেন বলেন, রোববার বিকেলে গোয়ালগ্রাম এলাকার হরেন মন্ডল নামে এক ব্যক্তির পুকুর পাড়ে ঘাস কাটতে গিয়ে এক কৃষক অর্ধগলিত মৃতদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পুলিশ গিয়ে সন্ধ্যায় লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতের পরিবারের লোকজন লাশটি দেখে শনাক্ত করতে পেরেছে। তবে কীভাবে তিনি মারা গেছেন সেটা ময়নাতদন্তের পরেই জানা যাবে।

নারায়ণগঞ্জে সিমেন্ট কারখানায় বিস্ফোরণে ৭ জন দগ্ধ

দক্ষিণ বনশ্রীতে স্কুলছাত্রীর গলাকাটা লাশ উদ্ধার

নিকুঞ্জে অজ্ঞান পার্টির কবলে অষ্টম শ্রেণির ছাত্র

হাদি হত্যা: চার্জশিটে আপত্তি থাকলে বাদীকে আদালতে হাজির হওয়ার নির্দেশ

গুলিস্তানে বাসের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধার

অপারেশন ডেভিল হান্ট ফেজ-২: গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৮

স্বেচ্ছাসেবক দলের নেতা মোসাব্বির হত্যায় শুটার জিনাতসহ গ্রেপ্তার ৩

এবার মিরপুর রোডে তিতাসের ভালভ ফেটেছে, ভোগান্তি দীর্ঘায়িত হওয়ার আশঙ্কা

মোসাব্বির হত্যা: খুনিদের ছবি স্পষ্ট পরিচয় অজানা

যশোর সাংবাদিক ফোরাম ঢাকার আত্মপ্রকাশ