হোম > সারা দেশ > ঢাকা

কমলাপুরের স্টেশন ম্যানেজারের মোবাইল-মানিব্যাগ চুরি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনে নিজ কার্যালয়ে স্টেশন ম্যানেজার মোহাম্মদ মাসুদ সারওয়ারের দুটি মোবাইল ফোন ও মানিব্যাগ চুরির ঘটনা ঘটেছে। শনিবার ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনের সময় এ চুরির ঘটনা ঘটে।

স্টেশন ম্যানেজার মাসুদ সারওয়ারের সাংবাদিকদের জানান, তাঁর মানিব্যাগে ৪৫ হাজারের মতো টাকা ছিল এবং মূল্যবান কিছু ডকুমেন্টস ছিল। চুরির ঘটনায় কমলাপুর স্টেশন থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। 

সংবাদ সম্মেলনে উপস্থিত একাধিক সাংবাদিক জানান, বিফ্রিংয়ের শেষের দিকে সাদা পাঞ্জাবি পরা এক ব্যক্তি ম্যানেজারের বাঁ পাশ থেকে ডান পাশে যান। ওই পাশেই রাখা ছিল স্টেশন ম্যানেজারের মোবাইল ফোন ও মানিব্যাগ। সংবাদ সম্মেলন শেষ হওয়ার পর স্টেশন ম্যানেজার মোবাইল ফোন খুঁজতে গিয়ে দেখেন সেটি নেই। পরে সম্মেলনকক্ষে উপস্থিত একাধিক ক্যামেরা ও মোবাইল ফোনের ভিডিও পর্যালোচনা করে থেকে দেখা যায়, স্টেশন ম্যানেজার চেয়ার থেকে ওঠার সঙ্গে সঙ্গে পাঞ্জাবি পরা ওই ব্যক্তি দুটি মোবাইল ফোন ও মানিব্যাগ হাতিয়ে নিয়ে দ্রুত স্থান ত্যাগ করেন। পরে তাঁকে আর স্টেশন চত্বরে খুঁজে পাওয়া যায়নি। 

এদিকে, আজ সকাল ৮টা থেকে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। ঈদযাত্রা শেষে ট্রেনের ফিরতি টিকিট বিক্রি শুরু হবে আগামী ১ মে থেকে। ৫ মের টিকিট বিক্রি হবে ১ মে। এ বছর ৫০ শতাংশ টিকিট দেওয়া হচ্ছে অনলাইনে এবং ৫০ শতাংশ টিকিট দেওয়া হচ্ছে কাউন্টারে। ঢাকার ৫টি কেন্দ্র থেকে টিকিট বিক্রি করা হচ্ছে। 

ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার, চারজন গ্রেপ্তার

মিরপুরে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত কয়েকজন

ইভ্যালির রাসেল-শামীমা কারাগারে

জুলাই অভ্যুত্থানে আশুলিয়ায় লাশ পোড়ানোর রায় যেকোনো দিন

সেই ৪০০ কোটির পিয়ন জাহাঙ্গীরের ফ্ল্যাট-জমি ক্রোক, স্ত্রীর ব্যাংক হিসাব অবরুদ্ধ

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল

সাভারে ‘ভোটের রিকশা’র উদ্বোধন করলেন রিজওয়ানা হাসান

সর্বোচ্চ ভাড়া বাড়ির দামের ১৫ শতাংশ, দুই বছরের আগে বাড়ানো যাবে না: ডিএনসিসির নির্দেশনা

ইভ্যালির রাসেল-শামীমা ফের গ্রেপ্তার, ৩৯১ পরোয়ানার তথ্য পুলিশের হাতে

‘ভবঘুরেকে যৌনাচারে লিপ্ত দেখলেই সানডে মানডে ক্লোজ করে দিতাম’, পুলিশকে ‘সাইকো’ সম্রাট