হোম > সারা দেশ > মানিকগঞ্জ

আন্দোলনকারীদের ওপর হামলার মামলায় দৌলতপুর যুবলীগ সভাপতি গ্রেপ্তার

ঘিওর (মানিকগঞ্জ) প্রতিনিধি 

মানিকগঞ্জের দৌলতপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীদের ওপর হামলার মামলায় এক যুবলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ সোমবার দুপুরে জেলা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হয়েছে।

এর আগে গতকাল রোববার রাত ২টার দিকে উপজেলার বাঘুটিয়া এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আইয়ুব আলী ভাদুরী (৪৫) দৌলতপুর উপজেলার বাঘুটিয়া ইউনিয়নের রুরিয়া এলাকার আওলাদ হোসেন ভাদুরীর ছেলে। তিনি বাঘুটিয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি।

পুলিশ জানায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গত ১৮ জুলাই উপজেলায় আন্দোলনরত ছাত্র-জনতার ওপর দেশীয় অস্ত্র দিয়ে হামলা চালান আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগসহ তাদের সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। তাঁদের ওই হামলায় বেশ কয়েকজন ছাত্র-জনতা আহত হন। পরে আওয়ামী লীগ সরকারের পতনের পর গত ২৬ আগস্ট আওয়ামী লীগ ও তাঁদের সহযোগী সংগঠনের শতাধিক নেতা-কর্মীর নাম উল্লেখ করে মহিদুর রহমান নামে এক ব্যক্তি দৌলতপুর থানায় একটি মামলা করেন।

মানিকগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. আব্দুল ওয়ারেস জানান, গ্রেপ্তারের পর আইনগত প্রক্রিয়া শেষে আজ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়েছে। আদালত তাঁকে কারাগারে পাঠিয়েছেন।

প্রথম আলো-ডেইলি স্টারে হামলা: গ্রেপ্তার আরও ৩, ডিআরইউর মানববন্ধন

তারেক রহমানের প্রত্যাবর্তন ঘিরে ৩০০ ফুটে নেতা-কর্মীদের ভিড়

রাজধানীর মগবাজারে ‘ককটেল’ বিস্ফোরণে যুবক নিহত

হাদি হত্যা: ফয়সালকে সীমান্তে আত্মগোপনে সহায়তাকারী ৫ দিনের রিমান্ডে

বিমানবন্দর এলিভেটেড এক্সপ্রেসওয়ের ঢাকায় প্রবেশের পথ ৪ ঘণ্টা টোলমুক্ত থাকবে আগামীকাল

বিমানবন্দর থেকে গুলশান ও এভারকেয়ার হাসপাতাল এলাকায় ড্রোন ওড়ানো নিষেধ‎

বড়দিন উপলক্ষে আজ সন্ধ্যা থেকে শুক্রবার সকাল পর্যন্ত আতশবাজি ও ফানুস ওড়ানো নিষেধ

শ্রীপুরে গভীর রাতে ইটভাটায় ডেকে নিয়ে জাসাস নেতাকে কুপিয়ে হত্যা

যুবদল নেতা আরিফ সিকদার হত্যা: সুব্রত বাইনের মেয়ে ফের রিমান্ডে

ঘন কুয়াশায় মাওয়া এক্সপ্রেসওয়েতে চার যানবাহনের সংঘর্ষ, আহত কয়েকজন