হোম > সারা দেশ > ঢাকা

ন্যূনতম ২৫ হাজার টাকা বেতনের দাবি গার্মেন্টস শ্রমিকদের

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

নিত্যপণ্যের দাম বাড়লেও পোশাকশ্রমিকদের বেতন বাড়েনি। অবিলম্বে এই খাতের শ্রমিকদের বেতন অন্তত ২৫ হাজার টাকা করার দাবি জানিয়েছে বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক সংহতি।

আজ বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক সমাবেশে এই দাবি জানান সংগঠনটির নেতারা।

সংগঠনের সভাপ্রধান তাসলিমা আক্তার বলেন, ‘প্রধানমন্ত্রী, আপনি শ্রমিকদের কষ্টের দিকে তাকান। তারা এই স্বল্প বেতনে কীভাবে কষ্টে দিন কাটাচ্ছে। তার ওপর কিছুদিন পর পর শ্রমিকদের বেতন বন্ধ করে দেওয়া হয়। নিত্যপণ্যের দাম বেড়েছে, কিন্তু শ্রমিকদের বেতন বাড়েনি।’

সংগঠনের সাধারণ সম্পাদক জুলহাস নাইম বাবু বলেন, ‘শ্রমিকদের শ্রমে দেশের পোশাকশিল্পের উন্নতি হচ্ছে, অথচ শ্রমিকেরা সবচেয়ে বেশি শোষিত ও নির্যাতিত। তাদের প্রতি এই নির্যাতন বন্ধ করা হোক। অবিলম্বে গার্মেন্টস কর্মীদের বেতন ২৫ হাজার টাকা করুন। বর্তমান বাজারমূল্যে এই দাবি অত্যন্ত যৌক্তিক দাবি।’

বিক্ষোভ সমাবেশে একই দাবিতে সংহতি জানিয়েছে গার্মেন্টস শ্রমিক অধিকার আন্দোলন নামের একটি সংগঠন। 

আরও বক্তব্য রাখেন বাবলু হোসেন, জিয়াদুল ইসলাম, শামীম হোসেন, গোলাম মোস্তফা, প্রমুখ।

হারিয়ে যাওয়া কনাই নদ উদ্ধার উদ্‌যাপন

স্বাধীন ও নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠনের দাবি সম্মিলিত নারী প্রয়াসের

শাহবাগে ইনকিলাব মঞ্চের অবরোধ থেকে ‘খেলনা পিস্তলসহ’ যুবক আটক

হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সালের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা

হাদি হত্যাকাণ্ড: ফয়সালকে পালাতে সহায়তার অভিযোগে গ্রেপ্তার রাজুর স্বীকারোক্তি

সুপারিশের তিন মাস পেরোলেও যোগদান হয়নি ৩৫০০ চিকিৎসকের

শাহবাগে আবারও ইনকিলাব মঞ্চের অবরোধ

হাজারীবাগে ‘ককটেল’ বিস্ফোরণ, পুলিশ বলছে পটকা

কারওয়ান বাজারে চাঁদাবাজির বিরুদ্ধে ব্যবসায়ীদের লাঠিমিছিল, পাল্টাপাল্টি ধাওয়া

মাকে দেখতে মাঝরাতে হাসপাতালে তারেক রহমান