হোম > সারা দেশ > ঢাকা

ওয়ারীতে নেশার টাকার জন্য মায়ের সঙ্গে ঝগড়ার পর ছেলের ঝুলন্ত লাশ

ঢামেক প্রতিবেদক

রাজধানীর ওয়ারীতে অরিত্র সাহা (২১) নামের এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। আজ বৃহস্পতিবার (২৩ মে) বেলা ১টার দিকে ওয়ারী যোগীনগর এলাকার একটি বাসায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ওই বাসা থেকে ঝুলন্ত মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠিয়েছে। 

জানা গেছে, অরিত্র সাহা নারায়ণগঞ্জের সোনারগাঁ থানার বারদীবাজার এলাকার শম্ভু সাহার ছেলে। বর্তমানে ওয়ারী যোগীনগর হাজি সালাউদ্দিনের বাড়ির চতুর্থ তলায় পরিবারের সঙ্গে থাকতেন। তিনি বেকার ছিলেন। 

অরিত্র সাহার ভাই লোকনাথ সাহা জানান, তাঁরা যোগীনগরের বাসায় ভাড়া থাকেন। অরিত্র কিছুই করতেন না। নেশাগ্রস্ত ছিল। মাঝেমধ্যে নেশার টাকার জন্য মা শিল্পী সাহার সঙ্গে ঝগড়া করতেন। আজ সকাল থেকে মায়ের কাছে টাকা চাইতে থাকে। টাকা দিতে অস্বীকৃতি জানালে ঝগড়া করে রুমের দরজা বন্ধ করে দেন। অনেক ডাকাডাকির পর দরজা খোলে না। পরে ওয়ারী থানায় খবর দেওয়া হয়। 

লোকনাথ সাহা আরও জানান, পুলিশ এসে দরজা ভেঙে ফেলে। রুমের ভেতরে দেখা যায়, অরিত্র সিলিং ফ্যানের সঙ্গে গলায় গামছা পেঁচিয়ে ঝুলে আছে। 

ওয়ারী থানার উপপরিদর্শক (এসআই) রেজাউল করিম বলেন, ‘দুপুরে সংবাদ পেয়ে যোগীনগরে যাওয়া হয়। এরপর ঘরের দরজা ভেঙে ওই যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। পরিবার থেকে জানতে পেরেছি, নেশার টাকা না পেয়ে মায়ের সঙ্গে অভিমান করে গলায় ফাঁসি দিয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।’

বিইউপির অতিরিক্ত পরিচালক জাহাঙ্গীর কবির মারা গেছেন

জাকসু নির্বাচনে দায়িত্ব পালনকালে মারা যাওয়া শিক্ষিকার নামে জাবির সিনেট ভবনের নামকরণ

আরেক হত্যা মামলায় গ্রেপ্তার মোস্তফা জালাল মহিউদ্দিন

শতাধিক গুম-হত্যার মামলা: জিয়াউল আহসানের বিরুদ্ধে অভিযোগ গঠন

কেরানীগঞ্জে ভোরবেলা ডকইয়ার্ডে নিরাপত্তাকর্মী খুন

রাজধানীর যাত্রাবাড়ীতে কাভার্ড ভ্যানের চাপায় রিকশাচালকের মৃত্যু

ফার্মগেট-টেকনিক্যালসহ গুরুত্বপূর্ণ সড়ক অবরোধ শিক্ষার্থীদের, যান চলাচল বন্ধে ভোগান্তি

রেকর্ড ৩ হাজার নবীন বিজিবি সদস্য শপথ নিচ্ছেন আজ

অবৈধ আয়কে ‘মায়ের দান’ উল্লেখ করেন সওজ প্রকৌশলী, দুদকের চার্জশিট

গুলিবিদ্ধ শিশু হুজাইফা নিউরোসায়েন্সেসে