হোম > সারা দেশ > গাজীপুর

বিশ্ব ইজতেমার মাঠে আরও এক মুসল্লির মৃত্যু

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি

গাজীপুরের টঙ্গীর বিশ্ব ইজতেমার মাঠে আরও এক মুসল্লির মৃত্যু হয়েছে। তাঁর নাম আনিস (৭১)। তিনি বংশাল থানার মৃত ছমির উদ্দিনের ছেলে। আজ রোববার ভোরে তাঁর মৃত্যু হয়। এ নিয়ে মোট ছয়জন মুসল্লির মৃত্যু হলো।

মুসল্লির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ইজতেমা ময়দানে লাশের জিম্মাদার মাওলানা মো. শাকের।

জানা গেছে, রোববার ভোর ছয়টার দিকে তিনি অসুস্থ হয়ে পড়লে মুসল্লিরা তাঁকে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে জরুরি বিভাগের চিকিৎসক রাফিজুল আবেদীন বলেন, ‘ওই মুসল্লিকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়।’

এর আগে গতকাল শনিবার ভোরে আব্দুর রাজ্জাক (৭০) নামে এক মুসল্লির মৃত্যু হয়। তিনি চট্টগ্রাম জেলার রাউজান থানার আব্দুর রশিদের ছেলে। গত শুক্রবার দিবাগত রাত ২টার দিকে তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে ভোর সাড়ে ৬টার দিকে তাঁর মৃত্যু হয়।

গত শুক্রবার সন্ধ্যায় আক্কাস আলী (৫০) নামে এক মুসল্লির মৃত্যু হয়। তিনি যাত্রাবাড়ী এলাকার বাসিন্দা। একই দিন শুক্রবার ভোরে হাবিবুল্লাহ হবি (৬৭) নামে এক মুসল্লির মৃত্যু হয়। ইজতেমায় অংশ নিতে এসে বৃহস্পতিবার সিলেটের জৈন্তাপুর থানার হরিপুরের হেমুবটে পাড়া গ্রামের ফজলুল হকের ছেলে নুরুল হক ও গাজীপুর মহানরীর ভিরুলিয়া এলাকার তৈয়ব আবু তালেবের মৃত্যু হয়।

মুন্সিগঞ্জে মেঘনা নদী থেকে যুবকের লাশ উদ্ধার

‘বাংলাদেশি স্ত্রী ব্ল্যাকমেল করছেন’, ৯৯৯-এ আত্মহত্যার হুমকি, পাকিস্তানিকে উদ্ধার করল পুলিশ

ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার, চারজন গ্রেপ্তার

মিরপুরে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত কয়েকজন

ইভ্যালির রাসেল-শামীমা কারাগারে

জুলাই অভ্যুত্থানে আশুলিয়ায় লাশ পোড়ানোর রায় যেকোনো দিন

সেই ৪০০ কোটির পিয়ন জাহাঙ্গীরের ফ্ল্যাট-জমি ক্রোক, স্ত্রীর ব্যাংক হিসাব অবরুদ্ধ

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল

সাভারে ‘ভোটের রিকশা’র উদ্বোধন করলেন রিজওয়ানা হাসান

সর্বোচ্চ ভাড়া বাড়ির দামের ১৫ শতাংশ, দুই বছরের আগে বাড়ানো যাবে না: ডিএনসিসির নির্দেশনা