হোম > সারা দেশ > গাজীপুর

বিশ্ব ইজতেমার মাঠে আরও এক মুসল্লির মৃত্যু

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি

গাজীপুরের টঙ্গীর বিশ্ব ইজতেমার মাঠে আরও এক মুসল্লির মৃত্যু হয়েছে। তাঁর নাম আনিস (৭১)। তিনি বংশাল থানার মৃত ছমির উদ্দিনের ছেলে। আজ রোববার ভোরে তাঁর মৃত্যু হয়। এ নিয়ে মোট ছয়জন মুসল্লির মৃত্যু হলো।

মুসল্লির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ইজতেমা ময়দানে লাশের জিম্মাদার মাওলানা মো. শাকের।

জানা গেছে, রোববার ভোর ছয়টার দিকে তিনি অসুস্থ হয়ে পড়লে মুসল্লিরা তাঁকে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে জরুরি বিভাগের চিকিৎসক রাফিজুল আবেদীন বলেন, ‘ওই মুসল্লিকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়।’

এর আগে গতকাল শনিবার ভোরে আব্দুর রাজ্জাক (৭০) নামে এক মুসল্লির মৃত্যু হয়। তিনি চট্টগ্রাম জেলার রাউজান থানার আব্দুর রশিদের ছেলে। গত শুক্রবার দিবাগত রাত ২টার দিকে তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে ভোর সাড়ে ৬টার দিকে তাঁর মৃত্যু হয়।

গত শুক্রবার সন্ধ্যায় আক্কাস আলী (৫০) নামে এক মুসল্লির মৃত্যু হয়। তিনি যাত্রাবাড়ী এলাকার বাসিন্দা। একই দিন শুক্রবার ভোরে হাবিবুল্লাহ হবি (৬৭) নামে এক মুসল্লির মৃত্যু হয়। ইজতেমায় অংশ নিতে এসে বৃহস্পতিবার সিলেটের জৈন্তাপুর থানার হরিপুরের হেমুবটে পাড়া গ্রামের ফজলুল হকের ছেলে নুরুল হক ও গাজীপুর মহানরীর ভিরুলিয়া এলাকার তৈয়ব আবু তালেবের মৃত্যু হয়।

নিষেধাজ্ঞা ভেঙে আতশবাজি-ফানুসে খ্রিষ্টীয় বর্ষবরণ

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মেজর জেনারেল (অব.) মাহমুদুল হাসান মারা গেছেন

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে এসে একজনের মৃত্যু

আজ সন্ধ্যা ৭টা থেকে বন্ধ থাকবে মেট্রোরেলের ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশন

রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় বাবা-মেয়েসহ তিনজনের মৃত্যু

কেরানীগঞ্জের সেই মাদ্রাসার পাশে ফের বিস্ফোরণ, আহত ১

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের ফার্মগেট নামার র‍্যাম্প বন্ধ

খালেদা জিয়ার জানাজা ঘিরে যেসব সড়কে যান চলাচল বন্ধ ও ডাইভারশন

শহীদ জিয়ার কবরের পূর্ব পাশে খোঁড়া হচ্ছে নতুন কবর

খালেদা জিয়ার জানাজা: যেসব পথে নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল