হোম > সারা দেশ > গাজীপুর

বিশ্ব ইজতেমার মাঠে আরও এক মুসল্লির মৃত্যু

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি

গাজীপুরের টঙ্গীর বিশ্ব ইজতেমার মাঠে আরও এক মুসল্লির মৃত্যু হয়েছে। তাঁর নাম আনিস (৭১)। তিনি বংশাল থানার মৃত ছমির উদ্দিনের ছেলে। আজ রোববার ভোরে তাঁর মৃত্যু হয়। এ নিয়ে মোট ছয়জন মুসল্লির মৃত্যু হলো।

মুসল্লির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ইজতেমা ময়দানে লাশের জিম্মাদার মাওলানা মো. শাকের।

জানা গেছে, রোববার ভোর ছয়টার দিকে তিনি অসুস্থ হয়ে পড়লে মুসল্লিরা তাঁকে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে জরুরি বিভাগের চিকিৎসক রাফিজুল আবেদীন বলেন, ‘ওই মুসল্লিকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়।’

এর আগে গতকাল শনিবার ভোরে আব্দুর রাজ্জাক (৭০) নামে এক মুসল্লির মৃত্যু হয়। তিনি চট্টগ্রাম জেলার রাউজান থানার আব্দুর রশিদের ছেলে। গত শুক্রবার দিবাগত রাত ২টার দিকে তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে ভোর সাড়ে ৬টার দিকে তাঁর মৃত্যু হয়।

গত শুক্রবার সন্ধ্যায় আক্কাস আলী (৫০) নামে এক মুসল্লির মৃত্যু হয়। তিনি যাত্রাবাড়ী এলাকার বাসিন্দা। একই দিন শুক্রবার ভোরে হাবিবুল্লাহ হবি (৬৭) নামে এক মুসল্লির মৃত্যু হয়। ইজতেমায় অংশ নিতে এসে বৃহস্পতিবার সিলেটের জৈন্তাপুর থানার হরিপুরের হেমুবটে পাড়া গ্রামের ফজলুল হকের ছেলে নুরুল হক ও গাজীপুর মহানরীর ভিরুলিয়া এলাকার তৈয়ব আবু তালেবের মৃত্যু হয়।

অবৈধ আয়কে ‘মায়ের দান’ উল্লেখ করেন সওজ প্রকৌশলী, দুদকের চার্জশিট

গুলিবিদ্ধ শিশু হুজাইফা নিউরোসায়েন্সেসে

সাবেক এমপি মমতাজের বাড়ি ও জমি ক্রোকের আদেশ

এলপিজি সিলিন্ডার তিন হাজার টাকা, পেট্রোবাংলা ঠুঁটো জগন্নাথ: রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব

হাত-পা ও মুখ বেঁধে বাসায় চুরি, জামায়াত নেতার মৃত্যু

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে অবরোধের ঘোষণা

ভূমধ্যসাগরে ৮ বাংলাদেশির মৃত্যু: মানব পাচার চক্রের দুই সদস্য গ্রেপ্তার

টেলিগ্রাম প্রতারণা চক্র: পাঁচ চীনা নাগরিকসহ গ্রেপ্তার ৮, সিম জব্দ ৫১ হাজার

‘রেস্তোরাঁ ব্যবসা করপোরেটদের দখলে নিতে কৃত্রিম গ্যাস-সংকট’

রাজধানীর জুরাইনে মধ্যরাতে সড়ক দুর্ঘটনায় দিনমজুরের মৃত্যু