হোম > সারা দেশ > ঢাকা

দৈনিক ১৫ লাখ ডোজ টিকা দেবে সরকার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

টিকার পর্যাপ্ততা বাড়ায় পরিধি বাড়ছে দৈনিক টিকাদানের। এখন থেকে দিনে ১২ থেকে ১৫ লাখ টিকা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ প্রক্রিয়ায় আগামী ডিসেম্বের মধ্যে ৮ কোটি মানুষকে পূর্ণ ডোজে টিকা দেওয়া সম্ভব হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক। 

আজ সোমবার দুপুরে রাজধানীর মহাখালীতে বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস অ্যান্ড সার্জনসে (বিসিপিএস) করোনা টিকা বিষয়ক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। 

স্বাস্থ্যমন্ত্রী বলেন, কোভ্যাক্স থেকে উপহারের পাশাপাশি কেনা হিসেবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা, চীন, ভারতসহ অনেক মাধ্যম থেকে টিকা আসবে। এরই মধ্যে টাকাও পরিশোধ করা হয়েছে। আমরা টিকার যোগান নিশ্চিত করেছি। তাই দিনে এখন থেকে ১২ থেকে ১৫ লাখ টিকার দেওয়ার পরিকল্পনা করা হয়েছে। 

তিনি বলেন, অক্টোবরে ২ কোটি, নভেম্বরে পৌনে চার কোটি, ডিসেম্বরে পাঁচ কোটি এবং নতুন বছরের শুরুতে পৌনে চার কোটি মিলে মোট ৪ মাসে আসবে ১৪ কোটির বেশি টিকা আসবে। এতে করে মার্চ-এপ্রিলের মধ্যে ১২ কোটি মানুষকে টিকা আওতায় আনা সম্ভব হবে। 

তিনি বলেন, করোনা সংক্রমণ এখন নিয়ন্ত্রণে এসেছে। ৩৩ শতাংশ থেকে কমে ২ শতাংশে এসেছে। মৃত্যু বিশের মধ্যে রয়েছে। হাসপাতালগুলোতে ৮০ থেকে ৯০ শতাংশ শয্যা এখন ফাঁকা। ফলে অনেকটা স্বস্তি এসেছে। তবে আত্মহারা হওয়ার কিছু নেই। 

করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আসায় স্কুল খুলে দেওয়া হয়েছে আশাকরি বিশ্ববিদ্যালয় খুলে দেওয়া হবে। ব্যবসা-বাণিজ্য ও জীবনযাত্রা প্রায় স্বাভাবিক হয়ে এসেছে। দেশ ধীরে ধীরে স্বাভাবিক হয়ে আসছে। 

সাবেক এমপি মমতাজের বাড়ি ও জমি ক্রোকের আদেশ

এলপিজি সিলিন্ডার তিন হাজার টাকা, পেট্রোবাংলা ঠুঁটো জগন্নাথ: রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব

হাত-পা ও মুখ বেঁধে বাসায় চুরি, জামায়াত নেতার মৃত্যু

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে অবরোধের ঘোষণা

ভূমধ্যসাগরে ৮ বাংলাদেশির মৃত্যু: মানব পাচার চক্রের দুই সদস্য গ্রেপ্তার

টেলিগ্রাম প্রতারণা চক্র: পাঁচ চীনা নাগরিকসহ গ্রেপ্তার ৮, সিম জব্দ ৫১ হাজার

‘রেস্তোরাঁ ব্যবসা করপোরেটদের দখলে নিতে কৃত্রিম গ্যাস-সংকট’

রাজধানীর জুরাইনে মধ্যরাতে সড়ক দুর্ঘটনায় দিনমজুরের মৃত্যু

মেট্রোরেলের কার্ড রিচার্জ করা যাবে মোবাইল অ্যাপে

মুছাব্বির হত্যা: শুটার জিন্নাতের দায় স্বীকার, তিন আসামি ৭ দিনের রিমান্ডে