হোম > সারা দেশ > টাঙ্গাইল

মির্জাপুরে অস্ত্রসহ গ্রেপ্তার ১

মির্জাপুর (টাঙ্গাইল) উপজেলা

টাঙ্গাইলের মির্জাপুরে অস্ত্রসহ আরজু মিয়া (৫০) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার রাতে মির্জাপুর থানা-পুলিশ উপজেলার মহেড়া গ্রামে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে।

মির্জাপুর সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার এস এম মনসুর মুসা বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ গতকাল শুক্রবার রাতে আরজু মিয়ার বাড়িতে অভিযান চালিয়ে তাঁকে আটক করে। এ সময় দুটি বিদেশি পিস্তল ও দেশীয় তৈরি অস্ত্র উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড আবেদন করে তাঁকে আজ শনিবার আদালতে পাঠানো হয়েছে।’

আরজু মিয়ার বাড়ি উপজেলার স্বল্পমহেড়া গ্রামে। তিনি দীর্ঘদিন সৌদি আরবে ছিলেন। প্রবাস জীবন শেষে ফেব্রুয়ারি মাসে দেশে আসেন।

পুলিশ সূত্র জানান, গতকাল রাতে মির্জাপুর থানার উপপরিদর্শক (এসআই) আবুল বাশার মোল্লা, রামকৃষ্ণ দাস ও সহকারী উপপরিদর্শক (এএসআই) হামিদুল ফোর্স নিয়ে মহেড়া গ্রামে আরজু মিয়ার বাড়িতে অভিযান চালান। এ সময় তাঁকে আটক করা হয়। তখন আরজু মিয়ার বসতঘর থেকে তল্লাশি চালিয়ে দুটি পিস্তল, তিনটি ম্যাগাজিন, চারটি গুলি, রামদা, কয়েকটি চাকু, কয়েকটি ছুরি, দুটি চাপাতি, তিনটি টর্চলাইট, কাটার, দুটি প্লায়ার্স উদ্ধার করা হয়।

রেকর্ড ৩ হাজার নবীন বিজিবি সদস্য শপথ নিচ্ছেন আজ

অবৈধ আয়কে ‘মায়ের দান’ উল্লেখ করেন সওজ প্রকৌশলী, দুদকের চার্জশিট

গুলিবিদ্ধ শিশু হুজাইফা নিউরোসায়েন্সেসে

সাবেক এমপি মমতাজের বাড়ি ও জমি ক্রোকের আদেশ

এলপিজি সিলিন্ডার তিন হাজার টাকা, পেট্রোবাংলা ঠুঁটো জগন্নাথ: রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব

হাত-পা ও মুখ বেঁধে বাসায় চুরি, জামায়াত নেতার মৃত্যু

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে অবরোধের ঘোষণা

ভূমধ্যসাগরে ৮ বাংলাদেশির মৃত্যু: মানব পাচার চক্রের দুই সদস্য গ্রেপ্তার

টেলিগ্রাম প্রতারণা চক্র: পাঁচ চীনা নাগরিকসহ গ্রেপ্তার ৮, সিম জব্দ ৫১ হাজার

‘রেস্তোরাঁ ব্যবসা করপোরেটদের দখলে নিতে কৃত্রিম গ্যাস-সংকট’