হোম > সারা দেশ > ঢাকা

ছোট বোনকে বাঁচাতে গিয়ে ট্রাকের ধাক্কা, হাসপাতালে মারা গেলেন জাবি ছাত্রী

জাবি প্রতিনিধি

সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ফাবিহা চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। আজ রোববার দুপুরে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। 

গত শুক্রবার দুপুরে ঢাকার পূর্বাচল এলাকার ৩০০ ফুটে ট্রাকের ধাক্কায় আহত হন ফাবিহা। বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর ও অর্থনীতি বিভাগের শিক্ষক মো. রনি হোসাইন। 

ওই শিক্ষার্থীর পুরো নাম ফাবিহা আফিফা ওরফে সৃজনী। তিনি অর্থনীতি বিভাগের ৫০ ব্যাচের ছাত্রী ছিলেন। 

সহকারী প্রক্টর মো. রনি হোসাইন আজকের পত্রিকাকে বলেন, ‘শুক্রবার দুপুরে দুর্ঘটনায় আহত হন ফাবিহা। দুই দিন চিকিৎসা শেষে রোববার দুপুর সাড়ে ১২টার দিকে হাসপাতাল থেকে তাঁকে মৃত ঘোষণা করা হয়। বিষয়টি আমাদের জন্য শোকের। শিক্ষক, সহপাঠী ও অভিভাবকেরা সারাক্ষণ হাসপাতালে ছিলেন।’ 

ফাবিহার সহপাঠীরা জানান, পূর্বাচলে অটোরিকশা থেকে নামার পর সড়ক পার হচ্ছিলেন। এ সময় পেছন থেকে দ্রুতগামী একটি ট্রাক আসতে দেখে ফাবিহা স্কুলপড়ুয়া ছোট বোনকে ধাক্কা দিয়ে সরিয়ে দেন। কিন্তু নিজে সরে যেতে পারেননি। দ্রুতগতির ট্রাকের ধাক্কায় সড়ক বিভাজকের ওপর ছিটকে পড়েন। এরপর মাথায় প্রচণ্ড আঘাত পান। পরে তাঁকে বসুন্ধরা এভারকেয়ার হাসপাতালে লাইফ সাপোর্টে নেওয়া হয়। 

এদিকে সৃজনীর চিকিৎসার ব্যয় হিসেবে ১০ থেকে ১৫ লাখ টাকা খরচ হবে বলে সহপাঠীরা অর্থসংগ্রহ শুরু করেছিলেন।

ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার, চারজন গ্রেপ্তার

মিরপুরে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত কয়েকজন

ইভ্যালির রাসেল-শামীমা কারাগারে

জুলাই অভ্যুত্থানে আশুলিয়ায় লাশ পোড়ানোর রায় যেকোনো দিন

সেই ৪০০ কোটির পিয়ন জাহাঙ্গীরের ফ্ল্যাট-জমি ক্রোক, স্ত্রীর ব্যাংক হিসাব অবরুদ্ধ

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল

সাভারে ‘ভোটের রিকশা’র উদ্বোধন করলেন রিজওয়ানা হাসান

সর্বোচ্চ ভাড়া বাড়ির দামের ১৫ শতাংশ, দুই বছরের আগে বাড়ানো যাবে না: ডিএনসিসির নির্দেশনা

ইভ্যালির রাসেল-শামীমা ফের গ্রেপ্তার, ৩৯১ পরোয়ানার তথ্য পুলিশের হাতে

‘ভবঘুরেকে যৌনাচারে লিপ্ত দেখলেই সানডে মানডে ক্লোজ করে দিতাম’, পুলিশকে ‘সাইকো’ সম্রাট