হোম > সারা দেশ > ঢাকা

ঢাকায় আনা দুই জনের ৫০-৮০ ভাগ দগ্ধ, বাকিরাও শঙ্কামুক্ত নন: সামন্ত লাল সেন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

চট্টগ্রামের সীতাকুণ্ডে কনটেইনার ডিপোতে আগুন ও বিস্ফোরণে দগ্ধ ১৪ জনকে আজকে রোববার ঢাকায় শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে স্থানান্তর করা হয়েছে। 

ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক সামন্ত লাল সেন বলেছেন, যাঁদের এখানে আনা হয়েছে, তাঁদের দুইজনের শরীরের ৫০ থেকে ৮০ ভাগ পুড়ে গেছে। বাকিদের অনেকের শ্বাসনালি পুড়ে গেছে। তাঁদের কেউই শঙ্কামুক্ত নন। 

চট্টগ্রাম থেকে স্থানান্তর করা ব্যক্তিদের মধ্যে সাধারণ মানুষ ১২ জন। অন্য দুজন দমকল বাহিনীর কর্মী। তাঁদের মধ্যে সাতজনকে সেনাবাহিনী ও বিমানবাহিনীর হেলিকপ্টারে করে ঢাকায় আনা হয়েছে বলে জানান আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পরিচালক লেফটেন্যান্ট কর্নেল আবদুল্লাহ ইবনে জায়েদ। 

তিনি বলেন, ‘সীতাকুণ্ডে বিএম কনটেইনার ডিপোতে বিস্ফোরণের ঘটনায় উদ্ধার অভিযানে বাংলাদেশ সেনাবাহিনীর ২৫০ জন সদস্য কাজ করছেন। উদ্ধার অভিযান ও আগুন নিয়ন্ত্রণ কার্যক্রমে সহায়তার জন্য সেনাবাহিনীর একটি বিশেষজ্ঞ দলও সেখানে কাজ করছে।’

হেলিকপ্টারে করে ঢাকায় আনা দগ্ধরা হলেন— ফায়ার সার্ভিস কর্মী রবিন মিয়া (২২), গাউছুল আজম (২২), মাসুম মিয়া (৩২) ফারুক হোসেন (১৬), মহিবুল্লাহ (৩০) ফরমানুল ইসলাম (৩২) ও রুবেল মিয়া (৩৪)। 

বার্ন ইনস্টিটিউটের সমন্বয়কারী ডা. সামন্ত লাল সেন সাংবাদিকদের বলেছেন, ‘সন্ধ্যায় হেলিকপটার যোগে সাতজনকে নিয়ে আসা হয়েছে। তাঁদের মধ্য দুইজনের ৫০ ও ৮০ শতাংশ দগ্ধ আছে। তাঁদের দুইজনকে আইসিইউতে নেওয়া হয়েছে। বাকিদের ১৫ থেকে ২০ শতাংশ হবে।’

প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকা অফিসে হামলায় র‍্যাকের নিন্দা

হাদির জানাজা ঘিরে যান চলাচল নিয়ে ডিএমপির নির্দেশনা

তোপখানায় উদীচীর কেন্দ্রীয় কার্যালয়ে আগুন

হাদির মরদেহ জাতীয় হৃদ্‌রোগ ইনস্টিটিউটে নেওয়া হয়েছে, রাখা হবে হিমঘরে

হাদির জানাজা আগামীকাল বেলা আড়াইটায়, জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়

‎হাদি হত্যার বিচার দাবিতে জবি শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরামের নতুন কমিটি

প্রথম আলোর কার্যালয়ের সামনে কর্মীদের মানববন্ধন

হাদির হত্যাকাণ্ডকে ‘ব্যবহার করে’ উচ্ছৃঙ্খলতার নিন্দা গণতান্ত্রিক সংস্কার জোটের

প্রথম আলো ও ডেইলি স্টারের ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শন আইজিপির