মানিকগঞ্জের শিবালয় উপজেলার ফলসাটিয়া এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কে প্রাইভেট কার ও মোটরসাইকেলের সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। আজ বুধবার বিকেলে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন ঘিওর উপজেলা পাটাইকোনা গ্রামের আব্দুল আওয়ালের ছেলে মো. বাদশা মিয়া (৩৬) এবং সিংগাইর উপজেলার বাস্তা গ্রামের মোনছের আলীর ছেলে মোখসেদ আলী (৪০)। তাঁরা দুজনই মোটরসাইকেলের আরোহী।
নিহত বাদশা মিয়া বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনে (বিআইডব্লিউটিসি) কর্মরত। তিনি পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে চলাচলরত ফেরি শাপলা শালুকের দ্বিতীয় মাস্টার ছিলেন।
বরংগাইল হাইওয়ে থানার ওসি মো. জাকির হোসেন আজকের পত্রিকাকে বলেন, মহাসড়কের ফলসাটিয়া বাসস্ট্যান্ড এলাকায় পাটুরিয়াগামী প্রাইভেট কারের সঙ্গে বিপরীতগামী মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী বাদশা প্রাণ হারান। স্থানীয়রা আশঙ্কাজনক অবস্থায় মোটরসাইকেলচালক মোকসেদ আলীকে দ্রুত মানিকগঞ্জ মুন্নু মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
ওসি আরও বলেন, দুর্ঘটনার পর প্রাইভেট কারচালক ও যাত্রীরা ঘটনাস্থল থেকে দ্রুত পালিয়ে যাওয়ায় তাঁদের আটক করা সম্ভব হয়নি। তবে প্রাইভেট কার জব্দ করা হয়েছে। এ ব্যাপারে শিবালয় থানায় মামলা করা হয়েছে। নিহতদের লাশ ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।