হোম > সারা দেশ > ঢাকা

নির্বাচনী প্রতিশ্রুতির বাস্তবায়ন চাই: রানা দাশগুপ্ত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

সংখ্যালঘু বান্ধব নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের জন্য সরকারের কাছে জোর দাবি জানিয়েছেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রানা দাশগুপ্ত। অক্টোবর মাসের মধ্যেই নির্বাচনী প্রতিশ্রুতির বাস্তবায়নের দাবিও জানান তিনি। নইলে আগামী সংসদ নির্বাচনের আগে ধর্মীয়-জাতিগত সংখ্যালঘুরা নতুন করে ভাবতে বাধ্য হবে বলেও সতর্ক করেন তিনি।

শনিবার চট্টগ্রামের মৈত্রী ভবন মিলনায়তনে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের চট্টগ্রাম বিভাগীয় প্রতিনিধি সভায় এসব কথা বলেন অ্যাডভোকেট রানা দাশগুপ্ত। 

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তাঁর সাক্ষাতের বিবরণ দিয়ে রানা দাশগুপ্ত আরও বলেন, প্রধানমন্ত্রীর ওপরে আমরা শেষ ভরসা রাখতে চাই। নির্বাচনী অঙ্গীকারগুলো অচিরেই বাস্তবায়নে তিনি পদক্ষেপ গ্রহণ করবেন এই প্রত্যাশা করি।

কেন্দ্রীয় সভাপতিমণ্ডলীর সদস্য মিলন কান্তি দত্ত তাঁর বক্তব্যে দাবি আদায়ে আলোচনার পাশাপাশি জোরদার আন্দোলন গড়ে তোলার ওপর জোর গুরুত্ব আরোপ করেন। 

কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মনীন্দ্র কুমার নাথ বলেন, লক্ষ্য অর্জিত না হওয়া পর্যন্ত আমরা ঘরে ফিরে যাব না। 

সভায় সম্প্রতি নেত্রকোনায় স্কুলছাত্রী মুক্তি রাণী বর্মণের হত্যাকাণ্ডে গভীর ক্ষোভ প্রকাশ করা হয় এবং এ ঘটনার জন্য দায়ী ব্যক্তির শাস্তি নিশ্চিতের জোর দাবি জানানো হয়। 

প্রকৌশলী পরিমল কান্তি চৌধুরীর সভাপতিত্বে প্রতিনিধি সভায় চট্টগ্রাম বিভাগের মোট ১৩টি জেলার সভাপতি ও সাধারণ সম্পাদকেরা উপস্থিত ছিলেন।

অবৈধ আয়কে ‘মায়ের দান’ উল্লেখ করেন সওজ প্রকৌশলী, দুদকের চার্জশিট

গুলিবিদ্ধ শিশু হুজাইফা নিউরোসায়েন্সেসে

সাবেক এমপি মমতাজের বাড়ি ও জমি ক্রোকের আদেশ

এলপিজি সিলিন্ডার তিন হাজার টাকা, পেট্রোবাংলা ঠুঁটো জগন্নাথ: রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব

হাত-পা ও মুখ বেঁধে বাসায় চুরি, জামায়াত নেতার মৃত্যু

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে অবরোধের ঘোষণা

ভূমধ্যসাগরে ৮ বাংলাদেশির মৃত্যু: মানব পাচার চক্রের দুই সদস্য গ্রেপ্তার

টেলিগ্রাম প্রতারণা চক্র: পাঁচ চীনা নাগরিকসহ গ্রেপ্তার ৮, সিম জব্দ ৫১ হাজার

‘রেস্তোরাঁ ব্যবসা করপোরেটদের দখলে নিতে কৃত্রিম গ্যাস-সংকট’

রাজধানীর জুরাইনে মধ্যরাতে সড়ক দুর্ঘটনায় দিনমজুরের মৃত্যু