হোম > সারা দেশ > ঢাকা

ঘরের আড়ার সঙ্গে ঝুলছিল যুবকের লাশ, পাশে পড়ে ছিল চিরকুট

গাজীপুরের শ্রীপুরে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। এ সময় লাশের পাশে থাকা একটি চিরকুট পাওয়া গেছে। এতে লেখা ছিল ‘আমার মৃত্যুর জন্য কেউ দায়ী না। আমার যত ব্যথা আছে, সব মোবাইলে রেকর্ডিং করা আছে।’ 

গতকাল শনিবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার রাজাবাড়ী ইউনিয়নের সাটিয়াবাড়ী গ্রামের মো. নূরুল ইসলামের বাড়ি থেকে ওই যুবকের লাশ উদ্ধার করে শ্রীপুর থানার পুলিশ।

মৃত যুবক মো. মিরাজ উদ্দিন (৩৪) বাগেরহাট জেলার মোড়লগঞ্জ উপজেলার পঞ্চকরণ গ্রামের মো. ইদ্রিস আলীর ছেলে। 

স্থানীয় বাসিন্দা শরিফ বলেন, কয়েক বছর ধরে ওই এলাকায় স্ত্রীসহ থাকতেন মিরাজ। তিনি একটি কারখানায় কাজ করতেন। তিন মাস আগে মিরাজের স্ত্রী মারা যান। এর পর থেকে সেই ভাড়াবাড়িতে একাই থাকতেন। স্ত্রীর মৃত্যুর পর তিনি মানসিক চাপে পড়েন। এতে করে তিনি তেমনভাবে কাজে মনোযোগী হতে পারতেন না। ধারণা করা হচ্ছে, স্ত্রী মৃত্যুর পর মানসিক চাপে তিনি আত্মহত্যা করে থাকতে পারেন। গতকাল রাত ১১টার দিকে ঘরের আড়ায় রশি প্যাঁচানো ঝুলন্ত লাশ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেয়। 

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হয়েছে। লাশের পাশে একটি চিরকুট পাওয়া গেছে। ময়নাতদন্তের জন্য লাশ গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। চিরকুটের বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

রাজধানীতে নির্মাণাধীন ভবনের লিফটের ফাঁকা অংশ থেকে শিশুর মরদেহ উদ্ধার

মুন্সিগঞ্জে মেঘনা নদী থেকে যুবকের লাশ উদ্ধার

‘বাংলাদেশি স্ত্রী ব্ল্যাকমেল করছেন’, ৯৯৯-এ আত্মহত্যার হুমকি, পাকিস্তানিকে উদ্ধার করল পুলিশ

ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার, চারজন গ্রেপ্তার

মিরপুরে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত কয়েকজন

ইভ্যালির রাসেল-শামীমা কারাগারে

জুলাই অভ্যুত্থানে আশুলিয়ায় লাশ পোড়ানোর রায় যেকোনো দিন

সেই ৪০০ কোটির পিয়ন জাহাঙ্গীরের ফ্ল্যাট-জমি ক্রোক, স্ত্রীর ব্যাংক হিসাব অবরুদ্ধ

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল

সাভারে ‘ভোটের রিকশা’র উদ্বোধন করলেন রিজওয়ানা হাসান