হোম > সারা দেশ > ঢাকা

মোটরসাইকেলকে সাইড দিতে গিয়ে দুই অটোরিকশার সংঘর্ষ, আহত ৬ 

ঢামেক প্রতিবেদক

রাজধানীর মেয়র হানিফ ফ্লাইওভারে এক মোটরসাইকেলকে সাইড দিতে গিয়ে দুটি সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে একই পরিবারের চারজনসহ ছয়জন আহত হয়েছেন। আজ বুধবার রাত ৯টার দিকে এই দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

আহতরা হলেন আলী হোসেন (৬৮), তাঁর স্ত্রী সালমা বেগম (৫৬), শ্যালকের স্ত্রী আলেয়া বেগম (৩৮), আলেয়ার মেয়ে খাদেজা আক্তার (৮), অটোরিকশার চালক আইনুল হক (৫০) এবং আরেক অটোরিকশার চালক আব্দুর রব (৩৫)।

আহত আলী হোসেন জানান, তাদের বাসা দনিয়া কলেজের পেছনে। আলেয়া বেগম অসুস্থ থাকায় তার চিকিৎসার জন্য ধানমন্ডি পপুলার হাসপাতাল যান তারা চারজন। চিকিৎসা শেষে তারা চারজনকে নিয়ে সিএনজিচালিত অটোরিকশাযোগে দনিয়ার বাসায় যাচ্ছিলেন। ফ্লাইওভারে উঠলে দুর্ঘটনার শিকার হন।

আহত চালক আইনুল হক জানান, চানখাঁরপুল থেকে ফ্লাইওভারে ওঠার সময় একটি মোটরসাইকেল দ্রুত গতিতে তাকে ওভারটেক করে চলে যায়। তখন মোটরসাইকেলটিকে সাইড দিতে গিয়ে সামনে একটি প্রাইভেটকার পরে। সজোরে ব্রেক করলে অটোরিকশাটি নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত পাশের লেনে উল্টে যায়। এ সময় বিপরীত দিক থেকে আসা আরেকটি সিএনজিচালিত অটোরিকশা তাঁর অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে যাত্রীসহ তিনি আহত হন।

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, আহত ছয়জনকেই জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে। তাদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর।

শহীদ জিয়ার কবরের পূর্ব পাশে খোঁড়া হচ্ছে নতুন কবর

খালেদা জিয়ার জানাজা: যেসব পথে নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল

রাষ্ট্রীয় শোক: ঢাকায় ৩ দিন আতশবাজি, পটকা ফোটানো নিষিদ্ধ

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে বাড়ানো হলো মেট্রোরেলের ট্রিপ

হাদি হত্যা মামলা: সিবিউন-সঞ্জয়ের তৃতীয় দফায় রিমান্ড, ফয়সাল নামে আরও একজন রিমান্ডে

খালেদা জিয়ার মৃত্যুতে জাবিতে জাতীয়তাবাদী শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ফোরামের কালো ব্যাজ ধারণ

রাজধানীর রামপুরায় অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

গয়েশ্বর চন্দ্রের আসনে বিএনপির বিদ্রোহী তিন বড় নেতাসহ ১৬ প্রার্থী, শক্ত লড়াইয়ের আভাস

খালেদা জিয়ার মৃত্যুর খবর শুনে এভারকেয়ারের সামনে ভিড়, পুলিশের ব্যারিকেড

হারিয়ে যাওয়া কনাই নদ উদ্ধার উদ্‌যাপন