হোম > সারা দেশ > ঢাকা

মোটরসাইকেলকে সাইড দিতে গিয়ে দুই অটোরিকশার সংঘর্ষ, আহত ৬ 

ঢামেক প্রতিবেদক

রাজধানীর মেয়র হানিফ ফ্লাইওভারে এক মোটরসাইকেলকে সাইড দিতে গিয়ে দুটি সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে একই পরিবারের চারজনসহ ছয়জন আহত হয়েছেন। আজ বুধবার রাত ৯টার দিকে এই দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

আহতরা হলেন আলী হোসেন (৬৮), তাঁর স্ত্রী সালমা বেগম (৫৬), শ্যালকের স্ত্রী আলেয়া বেগম (৩৮), আলেয়ার মেয়ে খাদেজা আক্তার (৮), অটোরিকশার চালক আইনুল হক (৫০) এবং আরেক অটোরিকশার চালক আব্দুর রব (৩৫)।

আহত আলী হোসেন জানান, তাদের বাসা দনিয়া কলেজের পেছনে। আলেয়া বেগম অসুস্থ থাকায় তার চিকিৎসার জন্য ধানমন্ডি পপুলার হাসপাতাল যান তারা চারজন। চিকিৎসা শেষে তারা চারজনকে নিয়ে সিএনজিচালিত অটোরিকশাযোগে দনিয়ার বাসায় যাচ্ছিলেন। ফ্লাইওভারে উঠলে দুর্ঘটনার শিকার হন।

আহত চালক আইনুল হক জানান, চানখাঁরপুল থেকে ফ্লাইওভারে ওঠার সময় একটি মোটরসাইকেল দ্রুত গতিতে তাকে ওভারটেক করে চলে যায়। তখন মোটরসাইকেলটিকে সাইড দিতে গিয়ে সামনে একটি প্রাইভেটকার পরে। সজোরে ব্রেক করলে অটোরিকশাটি নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত পাশের লেনে উল্টে যায়। এ সময় বিপরীত দিক থেকে আসা আরেকটি সিএনজিচালিত অটোরিকশা তাঁর অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে যাত্রীসহ তিনি আহত হন।

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, আহত ছয়জনকেই জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে। তাদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর।

ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার, চারজন গ্রেপ্তার

মিরপুরে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত কয়েকজন

ইভ্যালির রাসেল-শামীমা কারাগারে

জুলাই অভ্যুত্থানে আশুলিয়ায় লাশ পোড়ানোর রায় যেকোনো দিন

সেই ৪০০ কোটির পিয়ন জাহাঙ্গীরের ফ্ল্যাট-জমি ক্রোক, স্ত্রীর ব্যাংক হিসাব অবরুদ্ধ

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল

সাভারে ‘ভোটের রিকশা’র উদ্বোধন করলেন রিজওয়ানা হাসান

সর্বোচ্চ ভাড়া বাড়ির দামের ১৫ শতাংশ, দুই বছরের আগে বাড়ানো যাবে না: ডিএনসিসির নির্দেশনা

ইভ্যালির রাসেল-শামীমা ফের গ্রেপ্তার, ৩৯১ পরোয়ানার তথ্য পুলিশের হাতে

‘ভবঘুরেকে যৌনাচারে লিপ্ত দেখলেই সানডে মানডে ক্লোজ করে দিতাম’, পুলিশকে ‘সাইকো’ সম্রাট