হোম > সারা দেশ > ঢাকা

সাবেক এমপি সোলায়মান ছেলুনের ৩৫ ব্যাংক হিসাব অবরুদ্ধ

আজকের পত্রিকা ডেস্ক­

প্রতীকী ছবি

চুয়াডাঙ্গা-১ আসনের সাবেক সংসদ সদস্য সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুনের ৩৫ ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দিয়েছেন আদালত। আজ সোমবার ঢাকার সিনিয়র বিশেষ জজ আদালতের অবকাশকালীন বিচারক মো. ইব্রাহিম মিয়া ব্যাংক হিসাব অবরুদ্ধের এই আদেশ দেন।

দুর্নীতি দমন কমিশনের দুদক বিশেষ পিপি মীর আহমেদ আলী সালাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এই নিষেধাজ্ঞা দেন।

আদালতের আদেশে অভিযুক্ত সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুনের অগ্রণী ব্যাংক, মার্কেন্টাইল ব্যাংক, মধুমতি ব্যাংক, শাহজালাল ইসলামী ব্যাংক, সোনালী ব্যাংক, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক, ঢাকা ব্যাংক ও জেলা সঞ্চয় অফিস চুয়াডাঙ্গার ৩০ লাখ টাকার সঞ্চয়পত্রের হিসাব অবরুদ্ধ করা হয়।

দুদকের আবেদনে বলা হয়, ক্ষমতার অপব্যবহার করে তিনি অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ অবৈধভাবে উপার্জন করেছেন। এসব অবৈধ অর্থ ওই ব্যাংকগুলোর ৩৫টি হিসাবে জমা ও লেনদেন করা হয়েছে।

দেশের বর্তমান বাস্তবতায় তিনি এ সমস্ত অবৈধ অর্থ অন্যত্র সরিয়ে নেওয়া, বিদেশে পাচার বা বেহাত করার চেষ্টা করছেন। কাজেই ওই ব্যাংক হিসাবগুলো এবং ৩০ লাখ টাকার সঞ্চয়পত্র অবরুদ্ধ করা প্রয়োজন বলে জানায় দুদক।

শহীদ জিয়ার কবরের পূর্ব পাশে খোঁড়া হচ্ছে নতুন কবর

খালেদা জিয়ার জানাজা: যেসব পথে নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল

রাষ্ট্রীয় শোক: ঢাকায় ৩ দিন আতশবাজি, পটকা ফোটানো নিষিদ্ধ

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে বাড়ানো হলো মেট্রোরেলের ট্রিপ

হাদি হত্যা মামলা: সিবিউন-সঞ্জয়ের তৃতীয় দফায় রিমান্ড, ফয়সাল নামে আরও একজন রিমান্ডে

খালেদা জিয়ার মৃত্যুতে জাবিতে জাতীয়তাবাদী শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ফোরামের কালো ব্যাজ ধারণ

রাজধানীর রামপুরায় অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

গয়েশ্বর চন্দ্রের আসনে বিএনপির বিদ্রোহী তিন বড় নেতাসহ ১৬ প্রার্থী, শক্ত লড়াইয়ের আভাস

খালেদা জিয়ার মৃত্যুর খবর শুনে এভারকেয়ারের সামনে ভিড়, পুলিশের ব্যারিকেড

হারিয়ে যাওয়া কনাই নদ উদ্ধার উদ্‌যাপন