হোম > সারা দেশ > নরসিংদী

পুকুরে ডুবে মাদ্রাসাছাত্রের মৃত্যু

রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি

নরসিংদীর রায়পুরায় নূর মোহাম্মদ (৮) নামের এক মাদ্রাসা ছাত্রের মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ শনিবার সকাল আনুমানিক সাড়ে ৭টায় স্থানীয়রা রায়পুরা সরকারি কলেজের পাশের পুকুরে মরদেহটি দেখে থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থল এসে মরদেহ উদ্ধার করে। 

নিহত নূর মোহাম্মদ উপজেলার উত্তর বাখরনগর ইউনিয়নের রতনপুর গ্রামের মৃত মোবারক মিয়ার ছেলে এবং রায়পুরা সেরাজনগর মাদ্রাসা ও এতিমখানার নুরানি বিভাগের ছাত্র। 

নিহতের মা আছমা বেগম বলেন, ‘নূর মোহাম্মদ ও তার ভাই একই ক্লাসে পড়ালেখা করত। গতকাল শুক্রবার বিকেলে মাদ্রাসা থেকে তাদের দাদি বড় ভাইকে চিকিৎসার জন্য ডাক্তারের কাছে নিয়ে যান। সেখান থেকে ফিরে দেখেন মাদ্রাসায় নূর মোহাম্মদকে খুঁজে পাওয়া যাচ্ছে না। সন্ধ্যা পর্যন্ত মাদ্রাসায় খবর নিলেও তার কোনো খোঁজ পাওয়া যায়নি। এরপর রাত ১২টা পর্যন্ত আশপাশের বিভিন্ন স্বজনের বাড়িসহ এলাকায় খোঁজাখুঁজি করা হয়। আজ শনিবার মাদ্রাসা ও পরিবারের পক্ষ থেকে এলাকায় মাইকিং করার কথা ছিল। সকালে পথচারীরা পুকুরের পাশ দিয়ে যাওয়ার সময় ভাসমান মরদেহ দেখতে পেয়ে মাদ্রাসায় খবর দেয়। সহপাঠীরা জানায়, সে রায়পুরা সরকারি কলেজের পুকুরে ডুবে মারা গেছে। তারপর সেখানে গিয়ে তার মরদেহ শনাক্ত করি।’ 

রায়পুরা থানার পরিদর্শক তদন্ত গোবিন্দ সরকার জানান, ‘ধারণা করা হচ্ছে, সে পুকুরে গোসল করতে নেমে মারা গেছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে তার মরদেহ উদ্ধার করে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য নরসিংদীর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’ 

শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান নিয়োগ হবে পরীক্ষায়

মেট্রোরেলের কার্ড রিচার্জ করা যাবে মোবাইল অ্যাপে

মুছাব্বির হত্যা: শুটার জিন্নাতের দায় স্বীকার, তিন আসামি ৭ দিনের রিমান্ডে

অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় বনশ্রীর ছাত্রীকে খুন করেন তার বাবার হোটেলের কর্মচারী: র‍্যাব

সন্তানদের অটোপাস চান অভিভাবকেরা, রাজউক কলেজে মানববন্ধন

ব্যবসায়ী আমিরুলের মামলা থেকে অভিনেত্রী মেহজাবীন ও তাঁর ভাইকে অব্যাহতি

হাদি হত্যার অভিযোগপত্রে আপত্তির বিষয়ে সময় চান বাদী, শুনানি পেছাল ৩ দিন

কুড়িল বিশ্বরোডে রেললাইন থেকে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট