হোম > সারা দেশ > নরসিংদী

পুকুরে ডুবে মাদ্রাসাছাত্রের মৃত্যু

রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি

নরসিংদীর রায়পুরায় নূর মোহাম্মদ (৮) নামের এক মাদ্রাসা ছাত্রের মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ শনিবার সকাল আনুমানিক সাড়ে ৭টায় স্থানীয়রা রায়পুরা সরকারি কলেজের পাশের পুকুরে মরদেহটি দেখে থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থল এসে মরদেহ উদ্ধার করে। 

নিহত নূর মোহাম্মদ উপজেলার উত্তর বাখরনগর ইউনিয়নের রতনপুর গ্রামের মৃত মোবারক মিয়ার ছেলে এবং রায়পুরা সেরাজনগর মাদ্রাসা ও এতিমখানার নুরানি বিভাগের ছাত্র। 

নিহতের মা আছমা বেগম বলেন, ‘নূর মোহাম্মদ ও তার ভাই একই ক্লাসে পড়ালেখা করত। গতকাল শুক্রবার বিকেলে মাদ্রাসা থেকে তাদের দাদি বড় ভাইকে চিকিৎসার জন্য ডাক্তারের কাছে নিয়ে যান। সেখান থেকে ফিরে দেখেন মাদ্রাসায় নূর মোহাম্মদকে খুঁজে পাওয়া যাচ্ছে না। সন্ধ্যা পর্যন্ত মাদ্রাসায় খবর নিলেও তার কোনো খোঁজ পাওয়া যায়নি। এরপর রাত ১২টা পর্যন্ত আশপাশের বিভিন্ন স্বজনের বাড়িসহ এলাকায় খোঁজাখুঁজি করা হয়। আজ শনিবার মাদ্রাসা ও পরিবারের পক্ষ থেকে এলাকায় মাইকিং করার কথা ছিল। সকালে পথচারীরা পুকুরের পাশ দিয়ে যাওয়ার সময় ভাসমান মরদেহ দেখতে পেয়ে মাদ্রাসায় খবর দেয়। সহপাঠীরা জানায়, সে রায়পুরা সরকারি কলেজের পুকুরে ডুবে মারা গেছে। তারপর সেখানে গিয়ে তার মরদেহ শনাক্ত করি।’ 

রায়পুরা থানার পরিদর্শক তদন্ত গোবিন্দ সরকার জানান, ‘ধারণা করা হচ্ছে, সে পুকুরে গোসল করতে নেমে মারা গেছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে তার মরদেহ উদ্ধার করে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য নরসিংদীর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’ 

ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার, চারজন গ্রেপ্তার

মিরপুরে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত কয়েকজন

ইভ্যালির রাসেল-শামীমা কারাগারে

জুলাই অভ্যুত্থানে আশুলিয়ায় লাশ পোড়ানোর রায় যেকোনো দিন

সেই ৪০০ কোটির পিয়ন জাহাঙ্গীরের ফ্ল্যাট-জমি ক্রোক, স্ত্রীর ব্যাংক হিসাব অবরুদ্ধ

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল

সাভারে ‘ভোটের রিকশা’র উদ্বোধন করলেন রিজওয়ানা হাসান

সর্বোচ্চ ভাড়া বাড়ির দামের ১৫ শতাংশ, দুই বছরের আগে বাড়ানো যাবে না: ডিএনসিসির নির্দেশনা

ইভ্যালির রাসেল-শামীমা ফের গ্রেপ্তার, ৩৯১ পরোয়ানার তথ্য পুলিশের হাতে

‘ভবঘুরেকে যৌনাচারে লিপ্ত দেখলেই সানডে মানডে ক্লোজ করে দিতাম’, পুলিশকে ‘সাইকো’ সম্রাট