হোম > সারা দেশ > ঢাকা

সাহাবুদ্দীন আহমদের দাফন সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বনানী কবরস্থানে সাবেক রাষ্ট্রপতি ও প্রধান বিচারপতি সাহাবুদ্দীন আহমদের দাফন সম্পন্ন হয়েছে। আজ রোববার সকাল ১১টা ৫০ মিনিটে স্ত্রীর কবরের পাশে তাঁকে সমাহিত করা হয়।

এর আগে আজ রোববার সকাল ১০টার পরে সাহাবুদ্দীন আহমদের মরদেহ সুপ্রিম কোর্ট প্রাঙ্গণের জাতীয় ঈদগাহে আনা হয়। দ্বিতীয় জানাজায় অংশ নিতে প্রধান বিচারপতি, বিচারপতি, মন্ত্রিপরিষদ সচিব, জ্যেষ্ঠ আইনজীবী, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা জাতীয় ঈদগাহে উপস্থিত হন। 

জানাজার আগে সাহাবুদ্দীন আহমদের প্রতি স্মৃতিচারণ করেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী ও মরহুমের ছোট ছেলে সোহেল আহমেদ। 

জানাজায় অংশ নেন সাবেক প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন, সাবেক মন্ত্রী আসাদুজ্জামান নূর, মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আমানউল্লাহ আমান, ভাইস চেয়ারম্যান আহমেদ আজম খান, যুগ্ম মহাসচিব মাহবুব উদ্দিন খোকন, আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য রিয়াজুল কবির কাওছার প্রমুখ। 

জানাজা শেষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের পক্ষে তাঁর সহকারী সামরিক সচিব ব্রিগেডিয়ার জেনারেল রাজু আহমেদ শ্রদ্ধা জানান। প্রধান বিচারপতি, আওয়ামী লীগ, বিএনপি, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি, জাতীয়তাবাদী আইনজীবী সমিতিসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের পক্ষে শ্রদ্ধা জানানো হয়। 

পরে সাহাবুদ্দীন আহমদের মরদেহ নিয়ে যাওয়া হয় বনানী কবরস্থানে।

এর আগে এই রাষ্ট্রপতির প্রথম জানাজা গতকাল শনিবার বেলা ২টায় নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলায় তাঁর নিজ গ্রাম পেময়ীতে অনুষ্ঠিত হয়। 

গতকাল শনিবার সকাল ১০টা ২৫ মিনিটে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান সাহাবুদ্দীন আহমদ। তাঁর মৃত্যুতে শোক জানিয়েছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার, চারজন গ্রেপ্তার

মিরপুরে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত কয়েকজন

ইভ্যালির রাসেল-শামীমা কারাগারে

জুলাই অভ্যুত্থানে আশুলিয়ায় লাশ পোড়ানোর রায় যেকোনো দিন

সেই ৪০০ কোটির পিয়ন জাহাঙ্গীরের ফ্ল্যাট-জমি ক্রোক, স্ত্রীর ব্যাংক হিসাব অবরুদ্ধ

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল

সাভারে ‘ভোটের রিকশা’র উদ্বোধন করলেন রিজওয়ানা হাসান

সর্বোচ্চ ভাড়া বাড়ির দামের ১৫ শতাংশ, দুই বছরের আগে বাড়ানো যাবে না: ডিএনসিসির নির্দেশনা

ইভ্যালির রাসেল-শামীমা ফের গ্রেপ্তার, ৩৯১ পরোয়ানার তথ্য পুলিশের হাতে

‘ভবঘুরেকে যৌনাচারে লিপ্ত দেখলেই সানডে মানডে ক্লোজ করে দিতাম’, পুলিশকে ‘সাইকো’ সম্রাট