হোম > সারা দেশ > ঢাকা

জবি থেকে উপাচার্য নিয়োগের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

জবি সংবাদদাতা 

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষকদের মধ্য থেকে উপাচার্য নিয়োগের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছেন শিক্ষার্থীরা। আজ রোববার ‘জবি সংস্কার আন্দোলন’ নামের প্ল্যাটফরম থেকে শিক্ষার্থীরা এই বিক্ষোভ সমাবেশ করেন। এ সময় শিক্ষার্থীরা কাঁঠালতলা থেকে একটি বিক্ষোভ মিছিল নিয়ে প্রশাসনিক ভবন ঘেরাও করে সমাবেশ করেন। 

সমাবেশে শিক্ষার্থীরা বলেন, ‘জগন্নাথ বিশ্ববিদ্যালয় নিয়ে আর কোনো রাজনীতি চলবে না। বিশ্ববিদ্যালয়টিকে কলোনি হিসেবে ব্যবহার করা যাবে না। আমরা বিশ্ববিদ্যালয়ের যোগ্য শিক্ষকদের মধ্য থেকে উপাচার্য নিয়োগের দাবি জানাচ্ছি।’ 

ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী নূর নবী বলেন, ‘জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আজ পর্যন্ত যত উপাচার্য এসেছেন, তাঁরা অতিথি পাখির মতো ছিলেন। অতিথি পাখি নতুন একটি জায়গায় এলে সেখানকার পরিবেশ বুঝতে বুঝতে সময় চলে যায়। আমরা এখন চাই না বাইরের কোনো উপাচার্য আসুক। অন্য বিশ্ববিদ্যালয় থেকে উপাচার্য হয়ে এলে এক-দুই বছর লেগে যায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বুঝতে। তাহলে কাজ করবে কখন? এত দিন কি আমরা ঘোড়ার ঘাস খাব?’ 

নূর নবী আরও বলেন, ‘আমরা চাই আমাদের বিশ্ববিদ্যালয় থেকেই কোনো যোগ্য শিক্ষককে উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হোক। নতুন ক্যাম্পাসের জন্য বরাদ্দকৃত টাকার হিসাব ছাত্রদের দিতে হবে। শুনেছি সাবেক উপাচার্য মীজানুর রহমান দুর্নীতি করে গেছেন। তাঁর দুর্নীতির হিসাব এখন দিতে হবে। সাধারণ শিক্ষার্থীরা এখন জেগে উঠেছে, এখন আর অনিয়ম চলবে না।’ 

আইন বিভাগের শিক্ষার্থী রিয়াজুল হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘বাইরের কোনো শিক্ষককে উপাচার্য হিসেবে নিয়োগ দিলে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে তালা মেরে অবরোধ করে দেওয়া হবে।’ 

১১ আগস্ট শিক্ষার্থীদের দাবির মুখে পদত্যাগের ঘোষণা দেন উপাচার্য অধ্যাপক ড. সাদেকা হালিম। এর পর থেকে উপাচার্য পদটি শূন্য রয়েছে।

ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার, চারজন গ্রেপ্তার

মিরপুরে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত কয়েকজন

ইভ্যালির রাসেল-শামীমা কারাগারে

জুলাই অভ্যুত্থানে আশুলিয়ায় লাশ পোড়ানোর রায় যেকোনো দিন

সেই ৪০০ কোটির পিয়ন জাহাঙ্গীরের ফ্ল্যাট-জমি ক্রোক, স্ত্রীর ব্যাংক হিসাব অবরুদ্ধ

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল

সাভারে ‘ভোটের রিকশা’র উদ্বোধন করলেন রিজওয়ানা হাসান

সর্বোচ্চ ভাড়া বাড়ির দামের ১৫ শতাংশ, দুই বছরের আগে বাড়ানো যাবে না: ডিএনসিসির নির্দেশনা

ইভ্যালির রাসেল-শামীমা ফের গ্রেপ্তার, ৩৯১ পরোয়ানার তথ্য পুলিশের হাতে

‘ভবঘুরেকে যৌনাচারে লিপ্ত দেখলেই সানডে মানডে ক্লোজ করে দিতাম’, পুলিশকে ‘সাইকো’ সম্রাট