হোম > সারা দেশ > ঢাকা

জবি থেকে উপাচার্য নিয়োগের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

জবি সংবাদদাতা 

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষকদের মধ্য থেকে উপাচার্য নিয়োগের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছেন শিক্ষার্থীরা। আজ রোববার ‘জবি সংস্কার আন্দোলন’ নামের প্ল্যাটফরম থেকে শিক্ষার্থীরা এই বিক্ষোভ সমাবেশ করেন। এ সময় শিক্ষার্থীরা কাঁঠালতলা থেকে একটি বিক্ষোভ মিছিল নিয়ে প্রশাসনিক ভবন ঘেরাও করে সমাবেশ করেন। 

সমাবেশে শিক্ষার্থীরা বলেন, ‘জগন্নাথ বিশ্ববিদ্যালয় নিয়ে আর কোনো রাজনীতি চলবে না। বিশ্ববিদ্যালয়টিকে কলোনি হিসেবে ব্যবহার করা যাবে না। আমরা বিশ্ববিদ্যালয়ের যোগ্য শিক্ষকদের মধ্য থেকে উপাচার্য নিয়োগের দাবি জানাচ্ছি।’ 

ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী নূর নবী বলেন, ‘জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আজ পর্যন্ত যত উপাচার্য এসেছেন, তাঁরা অতিথি পাখির মতো ছিলেন। অতিথি পাখি নতুন একটি জায়গায় এলে সেখানকার পরিবেশ বুঝতে বুঝতে সময় চলে যায়। আমরা এখন চাই না বাইরের কোনো উপাচার্য আসুক। অন্য বিশ্ববিদ্যালয় থেকে উপাচার্য হয়ে এলে এক-দুই বছর লেগে যায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বুঝতে। তাহলে কাজ করবে কখন? এত দিন কি আমরা ঘোড়ার ঘাস খাব?’ 

নূর নবী আরও বলেন, ‘আমরা চাই আমাদের বিশ্ববিদ্যালয় থেকেই কোনো যোগ্য শিক্ষককে উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হোক। নতুন ক্যাম্পাসের জন্য বরাদ্দকৃত টাকার হিসাব ছাত্রদের দিতে হবে। শুনেছি সাবেক উপাচার্য মীজানুর রহমান দুর্নীতি করে গেছেন। তাঁর দুর্নীতির হিসাব এখন দিতে হবে। সাধারণ শিক্ষার্থীরা এখন জেগে উঠেছে, এখন আর অনিয়ম চলবে না।’ 

আইন বিভাগের শিক্ষার্থী রিয়াজুল হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘বাইরের কোনো শিক্ষককে উপাচার্য হিসেবে নিয়োগ দিলে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে তালা মেরে অবরোধ করে দেওয়া হবে।’ 

১১ আগস্ট শিক্ষার্থীদের দাবির মুখে পদত্যাগের ঘোষণা দেন উপাচার্য অধ্যাপক ড. সাদেকা হালিম। এর পর থেকে উপাচার্য পদটি শূন্য রয়েছে।

দক্ষিণ বনশ্রীতে স্কুলছাত্রীর গলাকাটা লাশ উদ্ধার

নিকুঞ্জে অজ্ঞান পার্টির কবলে অষ্টম শ্রেণির ছাত্র

হাদি হত্যা: চার্জশিটে আপত্তি থাকলে বাদীকে আদালতে হাজির হওয়ার নির্দেশ

গুলিস্তানে বাসের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধার

অপারেশন ডেভিল হান্ট ফেজ-২: গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৮

স্বেচ্ছাসেবক দলের নেতা মোসাব্বির হত্যায় শুটার জিনাতসহ গ্রেপ্তার ৩

এবার মিরপুর রোডে তিতাসের ভালভ ফেটেছে, ভোগান্তি দীর্ঘায়িত হওয়ার আশঙ্কা

মোসাব্বির হত্যা: খুনিদের ছবি স্পষ্ট পরিচয় অজানা

যশোর সাংবাদিক ফোরাম ঢাকার আত্মপ্রকাশ

ঢাকা–মাওয়া এক্সপ্রেসওয়েতে বাসচাপায় মোটরসাইকেলচালক নিহত, আরোহী আহত