জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থী অবন্তীকার আত্মহত্যার ঘটনায় গঠিত তদন্ত কমিটির প্রতিবেদনের বিষয়ে উপাচার্য অধ্যাপক ড. সাদেকা হালিম বলেছেন, ‘জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নিজস্ব আইনের বাইরে গিয়ে তো কিছু করা যাবে না। তড়িঘড়ি করলে তো আর তদন্ত সুষ্ঠু হওয়ার সম্ভাবনা তেমন থাকে না। তবে আমরা খুব দ্রুত তদন্ত প্রতিবেদন হাতে পাব বলে আশা করছি।’
আজ রোববার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতা পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপাচার্য সাদেকা হালিম একথা বলেন।
উপাচার্য বলেন, আমরা জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে বিষয়টি মোকাবিলা করার জন্য তাৎক্ষণিক অভিযুক্ত দুজনকে সাময়িকভাবে বহিষ্কার করেছি। তখন তড়িৎ গতিতে আমরা একটি তদন্ত কমিটি গঠন করেছি, তারা তাদের কাজ শুরু করে দিয়েছে। যখন একটি তদন্ত কমিটি গঠন হয় তখন তাদের খুব সূক্ষ্মভাবে তদন্ত করতে হয়। সেখানে অভিযুক্তদেরও আত্মপক্ষের যুক্তি শুনতে হয়।