হোম > সারা দেশ > ঢাকা

রাজধানীর পল্টনে আবাসিক হোটেল থেকে প্রকৌশলীর মরদেহ উদ্ধার

ঢামেক প্রতিবেদক

রাজধানীর নয়াপল্টনে একটি আবাসিক হোটেল থেকে বিআইডব্লিউটিসির এক নির্বাহী প্রকৌশলী মরদেহ উদ্ধার করেছে পুলিশ। হোটেল কক্ষের দরজা ভেঙে বাথরুমে মৃত পরে থাকতে দেখা যায় বলে জানিয়েছে পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য রাতে ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায়। 

গতকাল মঙ্গলবার দিবাগত রাত ১২টার দিকে নয়াপল্টন হোটেল দ্যা ক্যাপিটাল থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ। ওই প্রকৌশলীর নাম—আব্বাস উদ্দিন (৫৫)। তার বাড়ি কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলায়। বাবার নাম মৃত আব্দুল খালেক। 

এ বিষয়ে পল্টন থানার উপপরিদর্শক (এসআই) মো. কামরুল ইসলাম জানান, আব্বাস উদ্দিন চট্টগ্রাম সদরঘাটের বিআইডব্লিউটিসির নির্বাহী প্রকৌশলী। অফিসের কাজে গত ১৩ জানুয়ারি চট্টগ্রাম থেকে ঢাকায় আসেন। এবং ওই দিনই নয়া পল্টন ভিআইপি রোডের হোটেল দ্যা ক্যাপিটালের ৩০৪ নম্বর রুমে ওঠেন। 

হোটেল কর্তৃপক্ষের বরাত দিয়ে এসআই আরও জানান, মঙ্গলবার দুপুরে আব্বাস উদ্দিনের হোটেল ছেড়ে যাওয়ার কথা। তবে তার কোনো সাড়াশব্দ না পেয়ে ফোনে যোগাযোগ করার চেষ্টা করে হোটেল কর্তৃপক্ষ। ফোনেও পাওয়া যাচ্ছিল না তাঁকে। পরে তারা থানায় খবর দেয়। রাত ১২টার দিকে হোটেলের রুমের দরজা ভেঙে ভেতরে ঢুকে বাথরুমে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখা যায় আব্বাস উদ্দিনকে। 

এসআই জানান, অসুস্থতার কারণে তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে।

রেকর্ড ৩ হাজার নবীন বিজিবি সদস্য শপথ নিচ্ছেন আজ

অবৈধ আয়কে ‘মায়ের দান’ উল্লেখ করেন সওজ প্রকৌশলী, দুদকের চার্জশিট

গুলিবিদ্ধ শিশু হুজাইফা নিউরোসায়েন্সেসে

সাবেক এমপি মমতাজের বাড়ি ও জমি ক্রোকের আদেশ

এলপিজি সিলিন্ডার তিন হাজার টাকা, পেট্রোবাংলা ঠুঁটো জগন্নাথ: রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব

হাত-পা ও মুখ বেঁধে বাসায় চুরি, জামায়াত নেতার মৃত্যু

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে অবরোধের ঘোষণা

ভূমধ্যসাগরে ৮ বাংলাদেশির মৃত্যু: মানব পাচার চক্রের দুই সদস্য গ্রেপ্তার

টেলিগ্রাম প্রতারণা চক্র: পাঁচ চীনা নাগরিকসহ গ্রেপ্তার ৮, সিম জব্দ ৫১ হাজার

‘রেস্তোরাঁ ব্যবসা করপোরেটদের দখলে নিতে কৃত্রিম গ্যাস-সংকট’