সাভার আশুলিয়া এলাকার দোকানে দোকানে চাঁদা তুলত চক্রটি। কোনো দোকানদার চাঁদা দিতে না চাইলে, তাঁকে ভয়-ভীতিসহ প্রাণনাশের হুমকি দেওয়া হত। এছাড়া ওই স্থান থেকে দোকান উঠিয়ে দেওয়ার হুমকি দিয়ে জোরপূর্বক চাঁদার আদায় করে আসছিল চক্রটি।
চক্রটির ১০ জনকে গ্রেপ্তারের পর এ তথ্য জানিয়েছে র্যাব। আজ সোমবার সকালে র্যাব-৪ এর স্টাফ অফিসার মিডিয়া এএসপি মাজহারুল ইসলাম বলেন, গতকাল রোববার সন্ধ্যায় র্যাব-৪ এর একটি দল সাভার আশুলিয়া নবীনগর এলাকায় অভিযান চালিয়ে প্রকাশ্যে চাঁদাবাজী করার সময় ১০ জনকে গ্রেপ্তার করেছে।
র্যাবের এই কর্মকর্তা বলেন, তাঁরা এলাকার পেশাদার চাঁদাবাজ চক্র। গ্রেপ্তার আসামীরাসহ পলাতক অজ্ঞাতনামা আরও ২ থেকে ৩ জন আসামী পরস্পরের যোগসাজশে দীর্ঘদিন ধরে ওই এলাকার বিভিন্ন দোকান থেকে চাঁদা আদায় করে।
গ্রেপ্তারকৃতরা হলেন-মাসুদ রানা (৪০), ইকবাল হোসেন রতন (৪২), বিপ্লব (৩০), পান্নু হাওলদার (৩৪), জাহাঙ্গীর (৪৮), আনোয়ার শেখ (৪২), আলম মোল্লা (৩৭), আব্দুল্লাহ আল হেলাল (২০), শাহাদত হোসেন (৩০) ও সঞ্চয় (৩০)। তাঁদের কাছ থেকে চাঁদাবাজীর নগদ ৪ হাজার ২৩০ টাকা ও ৮টি মোবাইল জব্দ করা হয়েছে।