হোম > সারা দেশ > ঢাকা

উত্তরায় বিদ্যুতায়িত ১ শ্রমিকের মৃত্যু, আহত ১ 

উত্তরা (ঢাকা) প্রতিনিধি

রাজধানীর দক্ষিণখানে বিদ্যুতায়িত হয়ে এক মো. ইসমাঈল (২০) নামের এক শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় মো. রানা (১৮) নামের আরেক শ্রমিক আহত হয়েছেন।

আজ বুধবার বেলা ১১টার দিকে দক্ষিণখানের আশকোনার হজ ক্যাম সংলগ্ন ইয়াসিন ইন্টারন্যাশনাল আবাসিক হোটেলের চতুর্থ তলার ছাদে এই ঘটনা ঘটে। 

ইসমাঈল রংপুর জেলার পীরগঞ্জ উপজেলার ধর্মপাশা গ্রামের মো. বাবলুর ছেলে। অপরদিকে আহত শ্রমিক রানা দিনাজপুর জেলার নবাবগঞ্জ উপজেলার হাজীশাল গ্রামের রবিউল ইসলামের ছেলে।

হোটেলের ম্যানেজার আজকের পত্রিকাকে বলেন, ‘ভবনটির মালিক ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ৪৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আনিছুর রহমান নাঈম। এক তলা থেকে তিন তলা পর্যন্ত ভাড়া নিয়ে হোটেলের কার্যক্রম চালাচ্ছি। চতুর্থ তলায় কাউন্সিলর সাহেব কাজ করাচ্ছিলেন। রড মিস্ত্রি ওপরে কাজ করছিল। পরে তারা অসাবধানতাবশত রড কাটতেছিল। তখন হাই ভোল্টেজের বিদ্যুতের তারে সঙ্গে লেগে বিদ্যুতায়িত হয় দুই শ্রমিক। তাদেরকে উদ্ধার করে পাশের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।’

কাউন্সিলর আনিছুর রহমান নাঈম আজকের পত্রিকাকে বলেন, ‘আমার বিল্ডিংয়ের চতুর্থ তলার রেলিংয়ের কাজ করাচ্ছিলাম। আমার ভবনটি ৬০ ফিট লম্বা, আর রডের দৈর্ঘ্য ৩০ ফিট লম্বা। বিল্ডিংয়ের পেছনের দিক থেকে রড ওপরে তোলা হয়েছে। কিন্তু সেই রড টান দিয়ে ভবনের সামনে রাস্তার ওপর থাকা বিদ্যুতের হাই ভোল্টেজের সঙ্গে লেগে যায়। এতে বিদ্যুতায়িত হয়ে এক শ্রমিক ঘটনাস্থলেই নিহত হয়েছে। আরেকজন আহত হয়েছে। আহত রড মিস্ত্রিকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের শেখ হাসিনা বার্ন ইউনিটে পাঠানো হয়েছে। সেখানেই ওই মিস্ত্রি চিকিৎসাধীন রয়েছে। তার চিকিৎসার সর্বাত্মক সহযোগিতা করা হচ্ছে।’

এ বিষয়ে দক্ষিণখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহাঙ্গীর হোসেন খান ও এসআই মুজিবুর রহমান আজকের পত্রিকাকে জানান, নিহত শ্রমিকের মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। অপরদিকে আহত শ্রমিক ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে চিকিৎসাধীন রয়েছেন।

ওসি জাহাঙ্গীর বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি দুর্ঘটনা ছাড়া অন্য কিছু নয়। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হবে।

শহীদ জিয়ার কবরের পূর্ব পাশে খোঁড়া হচ্ছে নতুন কবর

খালেদা জিয়ার জানাজা: যেসব পথে নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল

রাষ্ট্রীয় শোক: ঢাকায় ৩ দিন আতশবাজি, পটকা ফোটানো নিষিদ্ধ

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে বাড়ানো হলো মেট্রোরেলের ট্রিপ

হাদি হত্যা মামলা: সিবিউন-সঞ্জয়ের তৃতীয় দফায় রিমান্ড, ফয়সাল নামে আরও একজন রিমান্ডে

খালেদা জিয়ার মৃত্যুতে জাবিতে জাতীয়তাবাদী শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ফোরামের কালো ব্যাজ ধারণ

রাজধানীর রামপুরায় অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

গয়েশ্বর চন্দ্রের আসনে বিএনপির বিদ্রোহী তিন বড় নেতাসহ ১৬ প্রার্থী, শক্ত লড়াইয়ের আভাস

খালেদা জিয়ার মৃত্যুর খবর শুনে এভারকেয়ারের সামনে ভিড়, পুলিশের ব্যারিকেড

হারিয়ে যাওয়া কনাই নদ উদ্ধার উদ্‌যাপন