হোম > সারা দেশ > ঢাকা

২ বছর ৯ মাস আগে মারা যাওয়া ব্যক্তি পুলিশের নাশকতা মামলায় আসামি 

কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি

গাজীপুরের কাপাসিয়া মডেল থানায় একটি নাশকতার মামলায় ২ বছর ৯ মাস আগে মারা যাওয়া এক ব্যক্তিকে আসামি করার অভিযোগ পাওয়া গেছে। গত রোববার কাপাসিয়া থানায় পুলিশ বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

মামলায় ১৮ নম্বর আসামি করা হয়েছে উপজেলার গাগুটিয়া ইউনিয়নের খিরাটি গ্রামের মৃত আশরাফ আলী মোল্লার ছেলে মো. আমিন উদ্দিন মোল্লাকে (৬৫)। তিনি ২০২১ সালের ২৫ জানুয়ারি ইন্তেকাল করেছেন।

এসব তথ্য নিশ্চিত করে আমিন উদ্দিনের মেয়ের জামাতা মো. মোজাম্মেল হক বলেন, গতকাল সোমবার বাড়িতে মামলার কাগজ আসে। এ সময় বিষয়টি ধরা পড়ে।

মোজাম্মেল হক আরও বলেন, মারা যাওয়ার ২ বছর ৯ মাস পর শ্বশুরকে আসামি করা হয়েছে। বিষয়টি খুবই দুঃখজনক।

মো. আমিন উদ্দিন মোল্লা নরসিংদীর মনোহরদী উপজেলা শিক্ষা কর্মকর্তা ছিলেন। পরে জামায়াত ইসলামির রাজনীতির সঙ্গে জড়িয়ে পড়েন। ২০২১ সালের জানুয়ারি মাসে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

মামলার এজাহারে বলা হয়, কাপাসিয়া সদরের তরগাঁও মেডিকেল মোড় এলাকায় বিএনপি ও জামায়াতের উচ্ছৃঙ্খল নেতা-কর্মীরা অস্থিতিশীল ও অরাজক পরিস্থিতির সৃষ্টি করার জন্য সংঘবদ্ধ হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে তারা পুলিশকে লক্ষ্য করে একটি ককটেল বিস্ফোরণ করে আতঙ্ক সৃষ্টি করে পালিয়ে যায়।

পরে ঘটনাস্থল থেকে তাদের ফেলে যাওয়া অবিস্ফোরিত চারটি ও বিস্ফোরিত একটি ককটেল উদ্ধার হয়। এ ছাড়া চারটি পেট্রলবোমাও উদ্ধার করে পুলিশ।

মামলায় আমিন উদ্দিন ছাড়া আরও ২১ জনকে আসামি করা হয়েছে। তিনি মামলার ১৮নং আসামি। এজাহারে তাঁর বয়স ৪৫ বছর উল্লেখ করা হয়েছে। কাপাসিয়া থানার উপপরিদর্শক (এসআই) সালাউদ্দিন বাদী হয়ে মামলাটি করেন।

মো. আমিন উদ্দিন মোল্লার প্রতিবেশী মো. সাইফুল্লাহ বলেন, বার্ধক্যজনিত কারণে বিভিন্ন রোগে চিকিৎসাধীন অবস্থায় ২০২১ সালের জানুয়ারিতে আমিন উদ্দিন মারা যান। তাঁকে বাড়ির পাশেই কবর দেওয়া হয়।

ঘাগুটিয়া ইউনিয়নের ৫ নং ওয়ার্ড সদস্য মো. মোস্তফা কামাল বলেন, ‘আমরা জানি মো. আমিন উদ্দিন মোল্লা ২০২১ সালের জানুয়ারিতে মারা গেছেন। তাঁর বাবার নাম আশরাফ আলী মোল্লা। মৃত আমিন উদ্দিনকে কোনো মামলায় আসামি করা হয়েছে কি না তা জানা নেই।’

এ বিষয়ে জানতে চাইলে কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু বকর মিয়া বলেন, ‘মামলার ১৮ নং আসামি সম্পর্কে আমরা যাচাই করে দেখব।’

এ বিষয়ে কাপাসিয়া থানার উপপরিদর্শক সালাউদ্দিন মোবাইল ফোনে আজকের পত্রিকাকে বলেন, ‘বক্তব্য নিতে হলে থানায় আসলে সামনাসামনি কথা বলব।’

শহীদ জিয়ার কবরের পূর্ব পাশে খোঁড়া হচ্ছে নতুন কবর

খালেদা জিয়ার জানাজা: যেসব পথে নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল

রাষ্ট্রীয় শোক: ঢাকায় ৩ দিন আতশবাজি, পটকা ফোটানো নিষিদ্ধ

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে বাড়ানো হলো মেট্রোরেলের ট্রিপ

হাদি হত্যা মামলা: সিবিউন-সঞ্জয়ের তৃতীয় দফায় রিমান্ড, ফয়সাল নামে আরও একজন রিমান্ডে

খালেদা জিয়ার মৃত্যুতে জাবিতে জাতীয়তাবাদী শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ফোরামের কালো ব্যাজ ধারণ

রাজধানীর রামপুরায় অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

গয়েশ্বর চন্দ্রের আসনে বিএনপির বিদ্রোহী তিন বড় নেতাসহ ১৬ প্রার্থী, শক্ত লড়াইয়ের আভাস

খালেদা জিয়ার মৃত্যুর খবর শুনে এভারকেয়ারের সামনে ভিড়, পুলিশের ব্যারিকেড

হারিয়ে যাওয়া কনাই নদ উদ্ধার উদ্‌যাপন