হোম > সারা দেশ > ঢাকা

ফেসবুকে প্রেম থেকে ঢাকায় ডেকে এনে ধর্ষণ, যুবকের যাবজ্জীবন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

করোনাকালে ফেসবুকে এক মেয়ের (১৯) সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলে মো. রবিন মাদবর (২৫) নামের এক যুবক। পরে ওই মেয়েকে ঢাকায় নিয়ে এসে ধর্ষণ করে। এ ঘটনার মামলায় ওই যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে।

আজ বুধবার আসামির উপস্থিতিতে ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক মো. শাহাদত হোসেন এ রায় ঘোষণা করেন। 

রবিন শরীয়তপুরের জাজিরা থানার বড় মূলনা গ্রামের বাসিন্দা। যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি আসামিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা পরিশোধে ব্যর্থ হলে আরও ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। রায় ঘোষণা শেষে আসামিকে সাজা পরোয়ানা দিয়ে কারাগারে পাঠানো হয়। 

এজাহার সূত্রে জানা গেছে, করোনাকালে রবিন এক মেয়ের সঙ্গে ফেসবুকে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন। একপর্যায়ে তাকে বিয়ের কথা বলে ২০২০ সালের ১০ জুলাই শরীয়তপুরের জাজিরা থেকে ঢাকার লালবাগের একটি বাসায় ডেকে আনেন। এরপর সেখানে কয়েকদিন রেখে একাধিকবার ধর্ষণ করেন। পরে বিয়ে করতে অস্বীকার করেন। 

মেয়েটি সেখান থেকে পালিয়ে বাড়িতে গিয়ে তার বাবাকে ঘটনা জানান। এরপর তার বাবা ঘটনার ২০২০ সালের ১৩ জুলাই বাদী হয়ে রবিনকে আসামি করে রাজধানীর লালবাগ থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। 

তদন্ত শেষে ২০২০ সালের ১৫ ডিসেম্বর অভিযোগপত্র দাখিল করেন মামলার তদন্ত কর্মকর্তা। এরপর ২০২১ সালের ৭ মার্চ অভিযোগ গঠন করে মামলার আনুষ্ঠানিক বিচার শুরু করেন ট্রাইব্যুনাল। মামলা চলাকালে পাঁচজন সাক্ষী বিভিন্ন সময়ে সাক্ষ্য দেন।

শহীদ জিয়ার কবরের পূর্ব পাশে খোঁড়া হচ্ছে নতুন কবর

খালেদা জিয়ার জানাজা: যেসব পথে নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল

রাষ্ট্রীয় শোক: ঢাকায় ৩ দিন আতশবাজি, পটকা ফোটানো নিষিদ্ধ

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে বাড়ানো হলো মেট্রোরেলের ট্রিপ

হাদি হত্যা মামলা: সিবিউন-সঞ্জয়ের তৃতীয় দফায় রিমান্ড, ফয়সাল নামে আরও একজন রিমান্ডে

খালেদা জিয়ার মৃত্যুতে জাবিতে জাতীয়তাবাদী শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ফোরামের কালো ব্যাজ ধারণ

রাজধানীর রামপুরায় অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

গয়েশ্বর চন্দ্রের আসনে বিএনপির বিদ্রোহী তিন বড় নেতাসহ ১৬ প্রার্থী, শক্ত লড়াইয়ের আভাস

খালেদা জিয়ার মৃত্যুর খবর শুনে এভারকেয়ারের সামনে ভিড়, পুলিশের ব্যারিকেড

হারিয়ে যাওয়া কনাই নদ উদ্ধার উদ্‌যাপন