মানিকগঞ্জের হরিরামপুরে মোটরসাইকেল ও ট্রাকের সংঘর্ষে সঞ্চয় মন্ডল (১৭) নামের এক কিশোর নিহত হয়েছে। এ ঘটনায় বাইকে থাকা আরও দুজন গুরুতর আহত হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে উপজেলার পাটগ্রাম স্কুল মাঠ সংলগ্ন মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহত কিশোর উপজেলার চালা ইউনিয়নের পশ্চিম খলিলপুর গ্রামের সুশীল মন্ডলের একমাত্র ছেলে। এ দুর্ঘটনায় গুরুতর আহতরা হলো, পূর্ব খলিলপুর গ্রামের জসিম খানের বড় ছেলে পারভেজ খান (১৭) ও চয়ন নামের আরেক কিশোর।
সঞ্জয়ের প্রতিবেশী রামচন্দ্রপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক বাসুদেব সরকার বলেন, এ ঘটনায় তার দুই বন্ধু চয়ন ও পারভেজ গুরুতর আহত হয়েছে। তারা ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন।
হরিরামপুর থানা ওসি সৈয়দ মিজানুর ইসলাম বলেন, মোটরসাইকেল দুর্ঘটনায় সঞ্জয় নামের এক কিশোর নিহত হয়েছে। অপর দুই কিশোর গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছে। ট্রাকটি আটক করা গেলেও চালক পালিয়ে গেছেন। আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।