হোম > সারা দেশ > মানিকগঞ্জ

টিকা নিয়ে ফেরার পথে মোটরসাইকেল আরোহী কিশোর নিহত

হরিরামপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি

মানিকগঞ্জের হরিরামপুরে মোটরসাইকেল ও ট্রাকের সংঘর্ষে সঞ্চয় মন্ডল (১৭) নামের এক কিশোর নিহত হয়েছে। এ ঘটনায় বাইকে থাকা আরও দুজন গুরুতর আহত হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে উপজেলার পাটগ্রাম স্কুল মাঠ সংলগ্ন মোড়ে এ দুর্ঘটনা ঘটে। 

নিহত কিশোর উপজেলার চালা ইউনিয়নের পশ্চিম খলিলপুর গ্রামের সুশীল মন্ডলের একমাত্র ছেলে। এ দুর্ঘটনায় গুরুতর আহতরা হলো, পূর্ব খলিলপুর গ্রামের জসিম খানের বড় ছেলে পারভেজ খান (১৭) ও চয়ন নামের আরেক কিশোর। 

জানা যায়, আজ দুপুরে হরিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে থেকে করোনার টিকা গ্রহণ শেষে মোটরসাইকেলে ফিরছিল তারা। পথে উপজেলার পাটগ্রাম স্কুল মাঠ সংলগ্ন মোড়ে এলে ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল চালকসহ দুই আরোহী গুরুতর আহত হলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। অবস্থা গুরুতর হওয়ায় স্বাস্থ্য কমপ্লেক্সে থেকে মানিকগঞ্জ সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক সঞ্চয় মন্ডলকে মৃত ঘোষণা করেন।

সঞ্জয়ের প্রতিবেশী রামচন্দ্রপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক বাসুদেব সরকার বলেন, এ ঘটনায় তার দুই বন্ধু চয়ন ও পারভেজ গুরুতর আহত হয়েছে। তারা ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন। 

হরিরামপুর থানা ওসি সৈয়দ মিজানুর ইসলাম বলেন, মোটরসাইকেল দুর্ঘটনায় সঞ্জয় নামের এক কিশোর নিহত হয়েছে। অপর দুই কিশোর গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছে। ট্রাকটি আটক করা গেলেও চালক পালিয়ে গেছেন। আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। 

মেট্রোরেলের কার্ড রিচার্জ করা যাবে মোবাইল অ্যাপে

মুছাব্বির হত্যা: শুটার জিন্নাতের দায় স্বীকার, তিন আসামি ৭ দিনের রিমান্ডে

অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় বনশ্রীর ছাত্রীকে খুন করেন তার বাবার হোটেলের কর্মচারী: র‍্যাব

সন্তানদের অটোপাস চান অভিভাবকেরা, রাজউক কলেজে মানববন্ধন

ব্যবসায়ী আমিরুলের মামলা থেকে অভিনেত্রী মেহজাবীন ও তাঁর ভাইকে অব্যাহতি

হাদি হত্যার অভিযোগপত্রে আপত্তির বিষয়ে সময় চান বাদী, শুনানি পেছাল ৩ দিন

কুড়িল বিশ্বরোডে রেললাইন থেকে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট

বিদেশে থাকা শীর্ষ সন্ত্রাসীর নির্দেশে খুন হন মুছাব্বির, পাঠানো হয় ১৫ লাখ টাকা