হোম > সারা দেশ > ঢাকা

দোহারে বিদ্যুতায়িত হয়ে ২ রংমিস্ত্রি নিহত

দোহার (ঢাকা) প্রতিনিধি

ঢাকার দোহার উপজেলায় এক সৌদিপ্রবাসীর বাড়িতে রঙের কাজ করার সময় বিদ্যুতায়িত হয়ে দুই মিস্ত্রি নিহত হয়েছেন। আজ বুধবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার দক্ষিণ জয়পাড়া বড় মাঠ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। 

নিহতরা হলেন, দোহার উপজেলার দক্ষিণ জয়পাড়া মাঝি বাড়ি এলাকার আর্শেদ আলীর ছেলে মো. মনির হোসেম (৩৫) ও একই উপজেলার ইকরাশি খ্রিষ্টান পাড়া এলাকার আসলামের ছেলে মো. সানি (৩২)। তাঁরা রংমিস্ত্রি ছিলেন। 

প্রত্যক্ষদর্শীরা জানান, আজ সকাল সাড়ে ৯টার দিকে দুই মিস্ত্রি নির্মাণাধীন ভবনের রাস্তা সংলগ্ন স্থানে রঙের কাজ করছিলেন। তাঁদের পাশেই ঢাকা পল্লিবিদ্যুৎ সমিতি-২ এর ৩৩ হাজার ভোল্টেজের বিদ্যুৎ সঞ্চালন লাইনের খুঁটি ছিল। এ সময় রঙের কাজ করতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে ভবনের দ্বিতীয় তলা থেকে নিচে পড়ে যান তাঁরা। ঘটনাস্থলেই ওই দুজন মারা যান। 

ঘটনার পরপরই খবর পেয়ে দোহার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি দল ঘটনাস্থলে পৌঁছে মরদেহ দুটি উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাঁদের মৃত ঘোষণা করেন। 

দোহার ফায়ার সার্ভিসের স্টেশন লিডার আব্দুল হাদী বলেন, ওই বাড়ির সীমানা ঘেঁষে বিদ্যুতের খুঁটি ও ৩৩ হাজার ভোল্টেজের মেইন লাইন রয়েছে। তাই বাড়ির মালিক ও শ্রমিকদের অনেক সাবধানতার সঙ্গে কাজ করা উচিত ছিল। 

এ বিষয়ে দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত ওসি) মো. আজহারুল ইসলাম বলেন, সুরতহাল প্রতিবেদন তৈরি করে মরদেহ দুটি থানা হেফাজতে রাখা হয়েছে। এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। 

শহীদ জিয়ার কবরের পূর্ব পাশে খোঁড়া হচ্ছে নতুন কবর

খালেদা জিয়ার জানাজা: যেসব পথে নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল

রাষ্ট্রীয় শোক: ঢাকায় ৩ দিন আতশবাজি, পটকা ফোটানো নিষিদ্ধ

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে বাড়ানো হলো মেট্রোরেলের ট্রিপ

হাদি হত্যা মামলা: সিবিউন-সঞ্জয়ের তৃতীয় দফায় রিমান্ড, ফয়সাল নামে আরও একজন রিমান্ডে

খালেদা জিয়ার মৃত্যুতে জাবিতে জাতীয়তাবাদী শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ফোরামের কালো ব্যাজ ধারণ

রাজধানীর রামপুরায় অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

গয়েশ্বর চন্দ্রের আসনে বিএনপির বিদ্রোহী তিন বড় নেতাসহ ১৬ প্রার্থী, শক্ত লড়াইয়ের আভাস

খালেদা জিয়ার মৃত্যুর খবর শুনে এভারকেয়ারের সামনে ভিড়, পুলিশের ব্যারিকেড

হারিয়ে যাওয়া কনাই নদ উদ্ধার উদ্‌যাপন