হোম > সারা দেশ > ঢাকা

দোহারে বিদ্যুতায়িত হয়ে ২ রংমিস্ত্রি নিহত

দোহার (ঢাকা) প্রতিনিধি

ঢাকার দোহার উপজেলায় এক সৌদিপ্রবাসীর বাড়িতে রঙের কাজ করার সময় বিদ্যুতায়িত হয়ে দুই মিস্ত্রি নিহত হয়েছেন। আজ বুধবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার দক্ষিণ জয়পাড়া বড় মাঠ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। 

নিহতরা হলেন, দোহার উপজেলার দক্ষিণ জয়পাড়া মাঝি বাড়ি এলাকার আর্শেদ আলীর ছেলে মো. মনির হোসেম (৩৫) ও একই উপজেলার ইকরাশি খ্রিষ্টান পাড়া এলাকার আসলামের ছেলে মো. সানি (৩২)। তাঁরা রংমিস্ত্রি ছিলেন। 

প্রত্যক্ষদর্শীরা জানান, আজ সকাল সাড়ে ৯টার দিকে দুই মিস্ত্রি নির্মাণাধীন ভবনের রাস্তা সংলগ্ন স্থানে রঙের কাজ করছিলেন। তাঁদের পাশেই ঢাকা পল্লিবিদ্যুৎ সমিতি-২ এর ৩৩ হাজার ভোল্টেজের বিদ্যুৎ সঞ্চালন লাইনের খুঁটি ছিল। এ সময় রঙের কাজ করতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে ভবনের দ্বিতীয় তলা থেকে নিচে পড়ে যান তাঁরা। ঘটনাস্থলেই ওই দুজন মারা যান। 

ঘটনার পরপরই খবর পেয়ে দোহার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি দল ঘটনাস্থলে পৌঁছে মরদেহ দুটি উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাঁদের মৃত ঘোষণা করেন। 

দোহার ফায়ার সার্ভিসের স্টেশন লিডার আব্দুল হাদী বলেন, ওই বাড়ির সীমানা ঘেঁষে বিদ্যুতের খুঁটি ও ৩৩ হাজার ভোল্টেজের মেইন লাইন রয়েছে। তাই বাড়ির মালিক ও শ্রমিকদের অনেক সাবধানতার সঙ্গে কাজ করা উচিত ছিল। 

এ বিষয়ে দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত ওসি) মো. আজহারুল ইসলাম বলেন, সুরতহাল প্রতিবেদন তৈরি করে মরদেহ দুটি থানা হেফাজতে রাখা হয়েছে। এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। 

যশোর সাংবাদিক ফোরাম ঢাকার আত্মপ্রকাশ

ঢাকা–মাওয়া এক্সপ্রেসওয়েতে বাসচাপায় মোটরসাইকেলচালক নিহত, আরোহী আহত

বাপ্পী নামক কলাগাছকে সামনে এনে হাদি হত্যাকাণ্ডের মূল ঘটনাকে আড়াল করা হচ্ছে: জাবের

হাদি হত্যাসহ সারা দেশে টার্গেট কিলিংয়ের প্রতিবাদে জবিতে মানববন্ধন

রাজধানীতে গ্যাসের অতি স্বল্পচাপের যে ব্যাখ্যা দিল তিতাস

মির্জাপুরে ডাম্প ট্রাকচাপায় অজ্ঞাতনামা নারীর মৃত্যু

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে: মূল নকশার বাইরে চারটি র‍্যাম্প নির্মাণের ভাবনা

মোসাব্বির হত্যা: তদন্তে রাজনৈতিক দ্বন্দ্ব ও আধিপত্যে নজর

ফরিদপুরে জামায়াতের প্রার্থীকে শোকজ

প্রথম আলো কার্যালয়ে হামলা: ৮ আসামিকে রিমান্ডে নেওয়ার নির্দেশ