প্রতিনিধি ধামরাই (ঢাকা)
ধামরাইয়ের বাথুলী এলাকায় গাড়িচাপায় আবদুল কাদের (৪১) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
গতকাল শুক্রবার রাত ৯টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের সুতিপাড়া ইউনিয়নের বাথুলী বাসস্ট্যান্ডে দুর্ঘটনাটি ঘটে।
আবদুল কাদের ধামরাই উপজেলার গাঙ্গুটিয়া ইউনিয়নের হাতকোড়া এলাকার মনুর উদ্দিনের ছেলে।
গোলড়া হাইওয়ে থানার পুলিশ পরিদর্শক (ওসি) মনিরুল ইসলাম জানান, রাত ৯টার দিকে গাড়িচাপায় ঘটনাস্থলেই আবদুল কাদের মারা যান। পরে মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হয়।