মাদারীপুর: শিবচরের কাঁঠালবাড়ী ঘাটে স্পিডবোট দুর্ঘটনায় ২৬ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ২৫ জনের মরদেহ নদী থেকে উদ্ধার করা হয়। আর একজন চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে মারা গেছেন। আজ সোমবার (৩ মে) ভোর ৬টার দিকে দুর্ঘটনা ঘটলেও নিহতদের স্বজনেরা এখনো ঘটনাস্থলে এসে পৌঁছতে পারেননি।
স্থানীয়রা জানিয়েছেন, নদীর পাড়ে নোঙর করে রাখা বালু বোঝাই একটি বাল্কহেডের সাথে স্পিডবোটটির ধাক্কা লাগে। এ ঘটনায় ঘটনাস্থল থেকে ২৫ জনের লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস ও পুলিশ। এ রিপোর্ট লেখা পর্যন্ত নিহতদের স্বজনেরা ঘাট এলাকায় এসে পৌঁছাননি।
ফায়ার সার্ভিসের বৃহত্তর ফরিদপুর অঞ্চলের সহকারী পরিচালক মো. নজরুল ইসলাম বলেন, উদ্ধার কাজ এখনো চলছে। নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। স্বজনেরা এখনো এসে পৌঁছাননি।
আরও পড়ুন: