হোম > সারা দেশ > মাদারীপুর

মাদারীপুরে মোটরসাইকেলের ধাক্কায় রিকশাচালক নিহত

মাদারীপুর প্রতিনিধি

মাদারীপুরের পাকদীতে মোটরসাইকেলের ধাক্কায় মজিবুর ফকির (৫০) নামে এক রিকশাচালক নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন মোটরসাইকেলে থাকা দুই আরোহী। গতকাল শুক্রবার রাত সাড়ে ৯টায় শহরের পৌর এলাকার পাকদীতে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ার হোসেন চৌধুরী।

জানা গেছে, নিহত মজিবুর ফকির পৌরসভার থানতলী এলাকার ভাষাই ফকিরের ছেলে।

প্রত্যক্ষদর্শীদের বরাতে ওসি জানান, শুক্রবার রাতে রিকশাচালক মজিবুর রিকশা চালিয়ে শহরের দিকে আসছিলেন। এ সময় পৌর এলাকার পাকদী ট্রাকস্ট্যান্ডের দিকে পৌঁছালে মোস্তফাপুর থেকে ছেড়ে আসা একটি বেপরোয়া মোটরসাইকেল তাঁর রিকশায় পেছন থেকে ধাক্কা দেয়। এতে রিকশাচালক মজিবুর পড়ে গিয়ে গুরুতর আহত হন। এ সময় মোটরসাইকেলে থাকা আরোহী আবদুল্লা ও রবিউলও আহত হন। পরে স্থানীয়রা তাঁদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মজিবুরকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত অপর দুজনকে ফরিদপুর মেডিকেলে পাঠানো হয়।

ওসি মনোয়ার হোসেন চৌধুরী জানান, প্রাথমিকভাবে জানা গেছে, বেপরোয়াভাবে মোটরসাইকেল চালানোয় এ দুর্ঘটনা ঘটেছে। নিহত মজিবুরের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। 

প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকা অফিসে হামলায় র‍্যাকের নিন্দা

হাদির জানাজা ঘিরে যান চলাচল নিয়ে ডিএমপির নির্দেশনা

তোপখানায় উদীচীর কেন্দ্রীয় কার্যালয়ে আগুন

হাদির মরদেহ জাতীয় হৃদ্‌রোগ ইনস্টিটিউটে নেওয়া হয়েছে, রাখা হবে হিমঘরে

হাদির জানাজা আগামীকাল বেলা আড়াইটায়, জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়

‎হাদি হত্যার বিচার দাবিতে জবি শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরামের নতুন কমিটি

প্রথম আলোর কার্যালয়ের সামনে কর্মীদের মানববন্ধন

হাদির হত্যাকাণ্ডকে ‘ব্যবহার করে’ উচ্ছৃঙ্খলতার নিন্দা গণতান্ত্রিক সংস্কার জোটের

প্রথম আলো ও ডেইলি স্টারের ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শন আইজিপির