হোম > সারা দেশ > ঢাকা

সোনাহাট সেতু দিয়ে রাতে ২ সপ্তাহ বন্ধ থাকবে যান চলাচল 

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার সোনাহাট সেতু দিয়ে আগামী দুই সপ্তাহ রাতে যানবাহন চলাচল বন্ধ রাখা হবে। কুড়িগ্রাম সড়ক ও জনপথ (সওজ) বিভাগ এ তথ্য নিশ্চিত করেছে।

কুড়িগ্রাম সওজ দপ্তর সূত্রে জানা গেছে, সেতু মেরামতের জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী ২০ নভেম্বর পর্যন্ত সন্ধ্যা ৭টা থেকে সকাল ৭টা পর্যন্ত সেতু দিয়ে যান চলাচল বন্ধ থাকবে। আজ মঙ্গলবার থেকে এই নির্দেশনা বাস্তবায়িত হবে। 

জানা গেছে, ভূরুঙ্গামারীর দুধকুমার নদের ওপর ব্রিটিশ আমলে নির্মিত সোনাহাট সেতুর পাটাতন ভেঙে গেছে। লোহার পাতি খুলে গেছে। জীবিকার তাগিদে ঝুঁকিপূর্ণ এই সেতু দিয়ে মানুষ ও যানবাহন চলাচল করছে। 

সোনাহাট স্থলবন্দরের আমদানি ও রপ্তানিকারক সমিতির সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক বলেন, নতুন সেতুর নির্মাণকাজ বন্ধ থাকায় পুরোনো সেতুর ওপর যানবাহনের চাপ বেড়েছে। মেরামতের জন্য এর আগেও সেতু দিয়ে যান চলাচল বন্ধ রাখা হয়েছিল। সেতু দিয়ে যান চলাচল বন্ধ থাকলে ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হন। 

কুড়িগ্রাম সওজ বিভাগের নির্বাহী প্রকৌশলী নজরুল ইসলাম বলেন, ঝুঁকিপূর্ণ সোনাহাট সেতুতে দুর্ঘটনা এড়াতে মেরামত কাজ চলবে। মেরামত চলাকালে প্রতিদিন সন্ধ্যা ৭টা থেকে সকাল ৭টা পর্যন্ত যান চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে। মেরামত শেষ হতে দুই সপ্তাহের মতো সময় লাগবে।

রেকর্ড ৩ হাজার নবীন বিজিবি সদস্য শপথ নিচ্ছেন আজ

অবৈধ আয়কে ‘মায়ের দান’ উল্লেখ করেন সওজ প্রকৌশলী, দুদকের চার্জশিট

গুলিবিদ্ধ শিশু হুজাইফা নিউরোসায়েন্সেসে

সাবেক এমপি মমতাজের বাড়ি ও জমি ক্রোকের আদেশ

এলপিজি সিলিন্ডার তিন হাজার টাকা, পেট্রোবাংলা ঠুঁটো জগন্নাথ: রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব

হাত-পা ও মুখ বেঁধে বাসায় চুরি, জামায়াত নেতার মৃত্যু

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে অবরোধের ঘোষণা

ভূমধ্যসাগরে ৮ বাংলাদেশির মৃত্যু: মানব পাচার চক্রের দুই সদস্য গ্রেপ্তার

টেলিগ্রাম প্রতারণা চক্র: পাঁচ চীনা নাগরিকসহ গ্রেপ্তার ৮, সিম জব্দ ৫১ হাজার

‘রেস্তোরাঁ ব্যবসা করপোরেটদের দখলে নিতে কৃত্রিম গ্যাস-সংকট’