হোম > সারা দেশ > মাদারীপুর

ঢাকা-বরিশাল মহাসড়ক দুই ঘণ্টা বন্ধ, বেড়েছে বাতাসের গতি

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি

ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে আজ সোমবার রাত নয়টা থেকে মাদারীপুরে বাতাসের গতি বৃদ্ধি পেয়েছে। একই সঙ্গে বৃষ্টির পরিমাণও বেড়েছে। ঝোড়ো বাতাসে ঢাকা-বরিশাল মহাসড়কের একাধিক স্থানে গাছ পড়ে প্রায় দুই ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। এ সময় শতাধিক গাড়ি সড়কের দুপাশে আটকে পড়ে। সন্ধ্যার পর থেকে বাতাস শুরু হলে গাছগুলো পড়ে যায়। পরে হাইওয়ে পুলিশ গাছ সরালে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।

জেলার নিম্নাঞ্চলসহ অনেক স্থানেই তৈরি হয়েছে জলাবদ্ধতা। তলিয়ে গেছে ফসলের খেত। এদিকে পদ্মাবেষ্টিত শিবচরের চরাঞ্চলের নদীরপাড় ঘেঁষা বাসিন্দাদের অনেকেই আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছে। কাঁঠালবাড়ী ইউনিয়নের চেয়ারম্যান মোহসেন উদ্দীন সোহেল বেপারী বলেন, ‘ঝুঁকিপূর্ণ মনে করলে বাসিন্দারা যেন সাইক্লোন শেল্টারে আশ্রয় নেয়। আমরা এ বিষয়ে প্রস্তুতি নিয়ে রেখেছি।’ 

বন্দরখোলা ইউনিয়নের চেয়ারম্যান আব্দুর রহমান খান সাদ্দাম বলেন, এখানে প্রাথমিকভাবে খাবার পানি ও শুকনা খাবার প্রস্তুত রাখা হয়েছে। তবে এখনো সাইক্লোন শেল্টারে আসার মতো পরিস্থিতি তৈরি হয়নি। 

মস্তফাপুর হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম রসুল বলেন, মহাসড়কের একাধিক স্থানে গাছ পড়ে সড়ক বন্ধ হয়ে যায়। প্রচুর বৃষ্টি ও বাতাসের কারণে কাজে সমস্যা হয়। 

উল্লেখ্য, সোমবার রাত সোয়া নয়টা থেকে জেলার কোথাও কোনো বিদ্যুৎ নেই। 

শহীদ জিয়ার কবরের পূর্ব পাশে খোঁড়া হচ্ছে নতুন কবর

খালেদা জিয়ার জানাজা: যেসব পথে নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল

রাষ্ট্রীয় শোক: ঢাকায় ৩ দিন আতশবাজি, পটকা ফোটানো নিষিদ্ধ

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে বাড়ানো হলো মেট্রোরেলের ট্রিপ

হাদি হত্যা মামলা: সিবিউন-সঞ্জয়ের তৃতীয় দফায় রিমান্ড, ফয়সাল নামে আরও একজন রিমান্ডে

খালেদা জিয়ার মৃত্যুতে জাবিতে জাতীয়তাবাদী শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ফোরামের কালো ব্যাজ ধারণ

রাজধানীর রামপুরায় অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

গয়েশ্বর চন্দ্রের আসনে বিএনপির বিদ্রোহী তিন বড় নেতাসহ ১৬ প্রার্থী, শক্ত লড়াইয়ের আভাস

খালেদা জিয়ার মৃত্যুর খবর শুনে এভারকেয়ারের সামনে ভিড়, পুলিশের ব্যারিকেড

হারিয়ে যাওয়া কনাই নদ উদ্ধার উদ্‌যাপন