ডিএমপির শাহবাগ থানার ভেতরে পরিত্যক্ত একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শনিবার রাত সোয়া ১১টায় এই ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা রাকিব হোসেন আজকের পত্রিকাকে এই তথ্য নিশ্চিত করেন।
রাকিব বলেন, শাহবাগ থানার ভেতরে পরিত্যক্ত দুটি বাস ছিল। তার মধ্যে একটি বাসে আগুন লাগার সংবাদ পাওয়া যায়। রাত সাড়ে ১১টায় আগুন নির্বাপণ করে ফায়ার সার্ভিস।
পলাশী ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে।
ঘটনার বিষয়ে শাহবাগ থানার পরিদর্শক(অপারেশন) আরশাদ আজকের পত্রিকাকে বলেন, বাসটি শাহবাগ থানার বাইরে ছবির হাটের পাশে রাখা ছিল। এক্সিডেন্ট করা বাসটি মামলার আলামত হিসেবে সেখানে রাখা হয়। কেউ হয়তো আগুন লাগিয়ে দিয়েছে। তবে কারা লাগিয়েছে তা এখনই বলা যাচ্ছে না।