হোম > সারা দেশ > ঢাকা

গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ৩

সাভার (ঢাকা) ­ প্রতিনিধি

হাসপাতালে চিকিৎসাধীন গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ব্যক্তিরা। ছবি: সংগৃহীত

সাভারের আশুলিয়ায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় আরও এক নারীর মৃত্যু হয়েছে। এ নিয়ে আশুলিয়ার ওই অগ্নিকাণ্ডে দগ্ধ ১১ জনের মধ্যে তিনজনের মৃত্যু হলো।

আজ বৃহস্পতিবার সকালে এ তথ্য নিশ্চিত করেন হাসপাতালের জরুরি বিভাগের আবাসিক চিকিৎসক শাওন বিন রহমান। এর আগে গতকাল বুধবার সন্ধ্যা সোয়া ৬টায় ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় শারমিন বেগম (৩০) মারা যান।

তিনি জানান, ৪২ শতাংশ বার্ন নিয়ে শারমিন বেগম হাসপাতালে ভর্তি হয়েছিলেন। তাঁর অবস্থা আগে থেকেই গুরুতর হওয়ায় তাঁকে ভেন্টিলেশনে রাখা হয়েছিল। শেষ চেষ্টা হিসেবে আজও একটা অস্ত্রোপচার করা হয়। তবে তাকে বাঁচানো যায়নি।

এর আগে শনিবার (১৫ ফেব্রুয়ারি) রাতে চিকিৎসাধীন অবস্থায় শিউলি আক্তার (৩২) মারা যান। এর প্রায় সাড়ে ৯ ঘণ্টা পর গত রোববার সকালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তাঁর ভাই সুমন রহমান (৩০)। শিউলি ও সুমন মুন্সিগঞ্জের নিমতলী এলাকার আলাউদ্দিনের সন্তান।

অগ্নিকাণ্ডের ঘটনায় দগ্ধ আরও আটজন চিকিৎসাধীন আছেন। তাঁদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর।

হাসপাতালে ভর্তি আটজনের মধ্যে সূর্য্য বেগমের (৫০) ৭ শতাংশ, সোহেলের (৩৮) ১০ শতাংশ, সোয়াইদের (৪) ২৭ শতাংশ, সুরাইয়ার (৩ মাস) ৯ শতাংশ, মনির হোসেনের (৪০) ২০ শতাংশ, ছামির মাহমুদ ছাকিনের (১৫) ১৪ শতাংশ, মাহাদীর (৭) ১০ শতাংশ ও জহুরা বেগমের (৭০) ৫ শতাংশ পুড়ে গেছে।

গত শুক্রবার রাত ৯টার দিকে ইয়ারপুর ইউনিয়নের গুমাইল এলাকার আমজাদ ব্যাপারীর দোতলা বাড়িতে গ্যাস সিলিন্ডারের বিস্ফোরণ ঘটে। দোতলা ওই ভবনের দ্বিতীয় তলায় স্ত্রী ও দুই সন্তান নিয়ে ভাড়া থাকতেন মো. সুমন।

উল্লেখ, শবে বরাত উপলক্ষে গত শুক্রবার সুমনের মা ও ভাই সোহেলের পরিবার সেখানে বেড়াতে আসে। রাতের খাবারের পর পিঠা বানানোর সময় হঠাৎ রান্নার গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে ঘরে আগুন ধরে যায়। তাতে নারী-শিশুসহ ১১ জন দগ্ধ হয়। স্থানীয়রা তাদের প্রাথমিকভাবে আশুলিয়া নারী ও শিশু হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে তাদের ঢাকায় পাঠানো হয়।

স্বরাষ্ট্র উপদেষ্টাকে ২৪ ঘণ্টার আলটিমেটাম ইনকিলাব মঞ্চের

উত্তরায় ট্রাকচাপায় শিশুর মৃত্যু, মা-ভাইসহ আহত ৩

বাম, শাহবাগী, ছায়ানট, উদীচীকে তছনছ করে দিতে হবে: জাবি ছাত্রশিবির সেক্রেটারি

ওসমান হাদির জানাজা: ১০০০ বডি ওর্ন ক্যামেরা পরবেন পুলিশ সদস্যরা

ময়মনসিংহে পিটিয়ে হত্যা: র‍্যাবের অভিযানে আটক ৭

প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকা অফিসে হামলায় র‍্যাকের নিন্দা

হাদির জানাজা ঘিরে যান চলাচল নিয়ে ডিএমপির নির্দেশনা

তোপখানায় উদীচীর কেন্দ্রীয় কার্যালয়ে আগুন

হাদির মরদেহ জাতীয় হৃদ্‌রোগ ইনস্টিটিউটে নেওয়া হয়েছে, রাখা হবে হিমঘরে

হাদির জানাজা আগামীকাল বেলা আড়াইটায়, জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়