ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সাত থানায় নতুন ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) বদলি করা হয়েছে। এ ছাড়া আরও চার পরিদর্শককে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে।
গতকাল সোমবার রাতে ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক স্বাক্ষরিত এক অফিস আদেশে এ বদলি করা হয়।
বদলির আদেশ বলা হয়েছে, উত্তরা পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মহসীনকে মিরপুর মডেল থানায়, মিরপুর মডেল থানার মো. মোস্তাজিরুর রহমানকে ওয়ারী থানায়, ওয়ারী থানার ওসি মো. কবির হোসেন হাওলাদারকে মতিঝিল গোয়েন্দা বিভাগে, ভাষানটেক থানার আবুল বাসার মুহাম্মদ আসাদুজ্জামানকে ভাটারা থানার ওসি, ভাটারা থানার মোহা. সাজেদুর রহমানকে ডিএমপির লজিস্টিকস বিভাগে, লজিস্টিকস বিভাগের ইন্সপেক্টর জানে আলম মুনশীকে ভাষানটেক থানার ওসি, ডিএমপির লাইনওআর বিভাগের পরিদর্শক মুহাম্মদ মাসুদ আলমকে উত্তরা পশ্চিম থানার ওসি, দক্ষিণখান থানার পরিদর্শক (তদন্ত) আজিজুল হক মিঞাকে বিমানবন্দর থানার ওসি, বিমানবন্দর থানার ওসি মো. মনিরুল ইসলামকে ডিএমপির ডিবি সাইবার স্পেশাল ক্রাইম (দক্ষিণ) বিভাগে, ডিএমপির অপারেশন বিভাগের ইন্সপেক্টর মো. শফিকুল গণি সাধুকে নিউমার্কেট থানার ওসি এবং একই থানার ওসি মো. আব্দুল লতিফকে ডিএমপির অপারেশন বিভাগের ইন্সপেক্টর হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।