হোম > সারা দেশ > ঢাকা

সাবেক মেয়র আতিক, নাসার নজরুলসহ ৮ জন ফের রিমান্ডে

আজকের পত্রিকা ডেস্ক­

ছবি: সংগৃহীত

রাজধানীর পৃথক পৃথক মামলায় ঢাকা উত্তর সিটি করপোরেশনের সাবেক মেয়র আতিকুল ইসলাম, নাসা গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলামসহ আটজনের বিভিন্ন মেয়াদে রিমান্ডে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

আজ সোমবার (২৪ ফেব্রুয়ারি) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জাকির হোসাইন পৃথক নির্দেশ দেন।

রিমান্ড মঞ্জুর হওয়া অন্যরা হলেন সাবেক এডিসি শাহেন শাহ, ঢাকা উত্তর যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক শামীমা আক্তার, কাফরুল থানা আওয়ামী লীগের সভাপতি জামাল মোস্তফা ও সহসভাপতি তাজুল ইসলাম তাজু, আওয়ামী লীগ নেতা আব্দুস সামাদ সিন্ধু ও মো. হাবিবুর রহমান।

আদালত সূত্রে জানা গেছে, রাজধানীর ভাটারা থানাধীন সোহাগ মিয়া হত্যা মামলায় আতিকুল ইসলামের পাঁচ দিনের রিমান্ডে নিতে আবেদন করে পুলিশ। শুনানি শেষে আদালত তাঁর চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।

রাজধানীর মিরপুর মডেল থানার আসিফ হত্যা মামলায় নজরুল ইসলাম মজুমদারের পাঁচ দিনের রিমান্ডে নিতে আবেদন করে পুলিশ। শুনানি শেষে আদালত তাঁর তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

পল্টন মডেল থানার যুবদল নেতা শামীম হত্যা মামলায় সাবেক এডিসি শাহেন শাহের ১০ দিনের রিমান্ডে নিতে আবেদন করা হয়। শুনানি শেষে আদালত তাঁর তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

রাজধানীর তেজগাঁও থানার ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তাহমিদ মুবিন রাতুল হত্যাচেষ্টা মামলায় শামীমা আক্তারের সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করা হয়। শুনানি শেষে আদালত তাঁর দুদিনের রিমান্ড মঞ্জুর করেন।

কাফরুল থানার পৃথক দুই হত্যা মামলায় জামাল মোস্তফা ও তাজুল ইসলাম তাজুর মোট আট দিনের রিমান্ডে নিতে আবেদন করা হয়। শুনানি শেষে আদালত তাঁদের দুই মামলায় দুদিন করে চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।

ভাটারা থানার হত্যা মামলায় আব্দুস সামাদ সিন্ধু ও মো. হাবিবুর রহমানের পাঁচ দিনের রিমান্ডে নিতে আবেদন করা হয়। শুনানি শেষে আদালত তাঁদের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

উল্লেখ্য, গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর বিভিন্ন সময়ে তাঁদের আটক করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পর্যায়ক্রমে বিভিন্ন মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাঁদের দফায় দফায় রিমান্ডে নেওয়া হয়।

হাদিকে হত্যাচেষ্টার ঘটনায় মূল অভিযুক্ত ফয়সালের ঘনিষ্ঠ সহযোগী গ্রেপ্তার

হাদি সিঙ্গাপুরে, হামলার নেপথ্যের ব্যক্তিরা অজানা

রাজধানীর দক্ষিণখানে যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা

ট্রাফিক পুলিশকে ২০০ মিটার টেনে নিয়ে যাওয়া অটোরিকশাচালক গ্রেপ্তার

শহীদ বুদ্ধিজীবীদের আত্মার মাগফিরাত ও খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় এতিম শিশুদের দোয়া

আনিস আলমগীরকে গ্রেপ্তার স্বৈরাচারী আমলে সাংবাদিক দমনপীড়নের পুনরাবৃত্তি

কেরানীগঞ্জে সড়কের পাশ থেকে অজ্ঞাতনামা ব্যক্তির লাশ উদ্ধার

ড. ইউনূস যদি চান, সারা বাংলাদেশকে কারাগার বানাতে পারেন—আদালতে আনিস আলমগীর

জবি ভিসির ভবন ঘেরাও করে রেখেছেন আস-সুন্নাহর মেধাবী প্রজেক্টের শিক্ষার্থীরা

আতিফ আসলামের কনসার্ট নিয়ে প্রতারণা: মেইন স্টেজের ৫ কর্মকর্তার বিরুদ্ধে মামলা