হোম > সারা দেশ > ঢাকা

সাবেক মেয়র আতিক, নাসার নজরুলসহ ৮ জন ফের রিমান্ডে

আজকের পত্রিকা ডেস্ক­

ছবি: সংগৃহীত

রাজধানীর পৃথক পৃথক মামলায় ঢাকা উত্তর সিটি করপোরেশনের সাবেক মেয়র আতিকুল ইসলাম, নাসা গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলামসহ আটজনের বিভিন্ন মেয়াদে রিমান্ডে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

আজ সোমবার (২৪ ফেব্রুয়ারি) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জাকির হোসাইন পৃথক নির্দেশ দেন।

রিমান্ড মঞ্জুর হওয়া অন্যরা হলেন সাবেক এডিসি শাহেন শাহ, ঢাকা উত্তর যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক শামীমা আক্তার, কাফরুল থানা আওয়ামী লীগের সভাপতি জামাল মোস্তফা ও সহসভাপতি তাজুল ইসলাম তাজু, আওয়ামী লীগ নেতা আব্দুস সামাদ সিন্ধু ও মো. হাবিবুর রহমান।

আদালত সূত্রে জানা গেছে, রাজধানীর ভাটারা থানাধীন সোহাগ মিয়া হত্যা মামলায় আতিকুল ইসলামের পাঁচ দিনের রিমান্ডে নিতে আবেদন করে পুলিশ। শুনানি শেষে আদালত তাঁর চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।

রাজধানীর মিরপুর মডেল থানার আসিফ হত্যা মামলায় নজরুল ইসলাম মজুমদারের পাঁচ দিনের রিমান্ডে নিতে আবেদন করে পুলিশ। শুনানি শেষে আদালত তাঁর তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

পল্টন মডেল থানার যুবদল নেতা শামীম হত্যা মামলায় সাবেক এডিসি শাহেন শাহের ১০ দিনের রিমান্ডে নিতে আবেদন করা হয়। শুনানি শেষে আদালত তাঁর তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

রাজধানীর তেজগাঁও থানার ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তাহমিদ মুবিন রাতুল হত্যাচেষ্টা মামলায় শামীমা আক্তারের সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করা হয়। শুনানি শেষে আদালত তাঁর দুদিনের রিমান্ড মঞ্জুর করেন।

কাফরুল থানার পৃথক দুই হত্যা মামলায় জামাল মোস্তফা ও তাজুল ইসলাম তাজুর মোট আট দিনের রিমান্ডে নিতে আবেদন করা হয়। শুনানি শেষে আদালত তাঁদের দুই মামলায় দুদিন করে চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।

ভাটারা থানার হত্যা মামলায় আব্দুস সামাদ সিন্ধু ও মো. হাবিবুর রহমানের পাঁচ দিনের রিমান্ডে নিতে আবেদন করা হয়। শুনানি শেষে আদালত তাঁদের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

উল্লেখ্য, গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর বিভিন্ন সময়ে তাঁদের আটক করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পর্যায়ক্রমে বিভিন্ন মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাঁদের দফায় দফায় রিমান্ডে নেওয়া হয়।

নারায়ণগঞ্জে সিমেন্ট কারখানায় বিস্ফোরণে ৭ জন দগ্ধ

দক্ষিণ বনশ্রীতে স্কুলছাত্রীর গলাকাটা লাশ উদ্ধার

নিকুঞ্জে অজ্ঞান পার্টির কবলে অষ্টম শ্রেণির ছাত্র

হাদি হত্যা: চার্জশিটে আপত্তি থাকলে বাদীকে আদালতে হাজির হওয়ার নির্দেশ

গুলিস্তানে বাসের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধার

অপারেশন ডেভিল হান্ট ফেজ-২: গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৮

স্বেচ্ছাসেবক দলের নেতা মোসাব্বির হত্যায় শুটার জিনাতসহ গ্রেপ্তার ৩

এবার মিরপুর রোডে তিতাসের ভালভ ফেটেছে, ভোগান্তি দীর্ঘায়িত হওয়ার আশঙ্কা

মোসাব্বির হত্যা: খুনিদের ছবি স্পষ্ট পরিচয় অজানা

যশোর সাংবাদিক ফোরাম ঢাকার আত্মপ্রকাশ