হোম > সারা দেশ > ঢাকা

চেয়ারম্যান মেম্বরের পায় ধরছি, হেইয়ার পরও ১টা কাড পাই নাই!

রাজিব মল্লিক, গোসাইরহাট (শরীয়তপুর)

পিতার ওয়ারিশসূত্রে পাওয়া সম্পত্তি হারিয়ে ১৭ বছর ধরে মানুষের বাড়িতে থাকেন ৭০ বছর বয়সী শিফারুন্নেছা বেগম। পিতা-মাতা-স্বামী-সন্তান হারিয়ে ভবঘুরের মত জীবন চলছে তার। জাতীয় পরিচয়পত্র না থাকায় পাচ্ছেন না সরকারি কোনো সুযোগ-সুবিধা। মানুষের দ্বারে ঘুরে জোটে দুবেলা আহার। 

শিফারুন্নেছার স্বামীর বাড়ি শরীয়তপুরের গোসাইরহাট উপজেলার নাগেরপাড়া ইউনিয়নের ভদ্রচাপ গ্রামে। তিনি মৃত কালু ব্যাপারীর স্ত্রী এবং একই ইউনিয়নের মলংচরা গ্রামের মৃত আব্দুর রশিদ সরদারের মেয়ে। 

বৃদ্ধা শিফারুন্নেছা বেগম নিজের দুঃখের কথা এই প্রতিবেদকের নিকট বলতে গিয়ে উচ্চ স্বরে কেঁদে ওঠেন। তিনি বলেন, ‘ভাইগো, ‘আমার বাপের ৩ কানি সম্পত্তি আছিল, স্বামী-সন্তান লইয়া আমি বাপের বাড়ি থাকতাম। আমার স্বামী মইরা যাওনের পর একদিন আমার মুহের ভেতর কাপড় ঢুকাইয়া জোর কইরা আমার টিপসই নিয়া সব সম্পত্তি লইয়া গেছে। আর হেইয়ার পর আমার পোলাডারেও রাইতে ডর দেহাইছে, কয়েক দিন ভুইগ্গা পোলাডাও মইরা গেছে। আডারো বছর পর্যন্ত মামলা চালাইছি কিন্তু হ্যাগো জোরের লগে পারি নাই। 

বৃদ্ধা আরও বলেন, আইজ এই বাড়ি, কাইল ঐ বাড়ি, এই কইরা ১৭ বছর ধইরা মাইনষের বাড়ি থাহি। কিন্তু মাইনষের বাড়িতেও থাকতে পারি না। আমারে হেগো জাগা ছাড়ার লাইগ্গা কাইছা দিয়া পিঠাইছে, কপালডা ফুডাইয়া হালাইছে, গায়ের ভেতরে কাইছার হলা বহাইছে। হেইয়ার পর না টিকতাইরা চইলা আইছি। 

কোন ভাতার কার্ড পেয়েছেন কিনা জানতে চাইলে অসহায় শিফারুন্নেছা বেগম বলেন, ‘কিচ্ছু দেয় নাই, চেয়ারম্যানের পায় ধরছি, মেম্বরের পায় ধরছি, কিন্তু দেয় নাই। আমার ভোটার কাডও নাই। চেয়ারম্যানের ধারে কইছি, বাবা, আমারে বিধবার ১টা কাড দেন। কিন্তু পরিষদের দুলাল চকিদার চেয়ারম্যানরে দিতে না করে। হেয় কয়, একলা মাইনষের কী লাগে? এক আইচা হ্যান খাইলেই তো এক রাইত জায়গা। হ্যাশে হেরা দেয় না।’ 

নাগেরপাড়া ইউপি’র ৫ নম্বর ওয়ার্ডের মেম্বার মোসা. নাহার বেগম আজকের পত্রিকাকে বলেন, বৃদ্ধা শিফারুন্নেছা আমাদের পরিষদের চেয়ারম্যান, মেম্বার ও সচিবের নিকট তার অসহায়ত্বের কথা জানিয়েছিলেন। সরকারি বিভিন্ন সহায়তা বা ভাতার কার্ড করতে হলে জাতীয় পরিচয়পত্র দরকার। কিন্তু ওনার জাতীয় পরিচয়পত্র না থাকায় করোনাকালীন সময়ে বা ভাতার কার্ডসহ বিভিন্ন সহায়তা তাকে দিতে পারিনি। জাতীয় পরিচয়পত্র করার জন্য তাঁকে উপজেলা বা জেলা নির্বাচন অফিসে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। ইউপি সচিব জাকির হোসেন সারেং তাকে জন্ম নিবন্ধন কার্ড করে দিয়েছেন। এটি দিয়ে তিনি জাতীয় পরিচয়পত্র পেতে পারেন। কিন্তু এরপর তিনি জাতীয় পরিচয়পত্র করতে পেরেছেন কিনা তা জানি না। 

এ বিষয়ে জানতে চাইলে নাগেরপাড়া ইউপি চেয়ারম্যান মহসিন সরদার আজকের পত্রিকাকে বলেন, উনি আমাদের নিকট আসলে এ ব্যাপারে আমরা ব্যবস্থা নেব। 

রাজধানীর উত্তরায় সাততলা ভবনে আগুন: একই পরিবারের ৩ জনসহ নিহত বেড়ে ৬

ঢাকা-৪ আসন: প্রার্থীদের প্রতিশ্রুতির জোয়ার

ঢাকার সাত কলেজ: দিনভর চরম দুর্ভোগ হাজারো মানুষের

কেরানীগঞ্জে শিক্ষিকার বাসা থেকে মা-মেয়ের লাশ উদ্ধার, আটক ৪

সাবেক ‘চিফ হিট অফিসার’ বুশরা আফরিনকে দুদকে জিজ্ঞাসাবাদ

লাইটার জাহাজে রমজানের নিত্যপণ্য মজুত করছেন ব্যবসায়ীরা, অভিযান পরিচালনা করবে সরকার

অন্তর্বর্তী সরকারের জ্বালানি মহাপরিকল্পনাকে ‘ত্রুটিপূর্ণ’ বলে যেসব প্রশ্ন তুলল সিপিডি

নবাবগঞ্জে নারী মাদক কারবারি গ্রেপ্তার

বিপিএল ম্যাচ বাতিল, মেট্রোরেলের বাড়তি ট্রিপ চলবে না

মানিকগঞ্জে বিএনপি নেতার বিরুদ্ধে শ্রমিক দলের সংবাদ সম্মেলন