হোম > সারা দেশ > ঢাকা

ঘন কুয়াশায় ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে কারের পেছনে কাভার্ড ভ্যানের ধাক্কা, নারী নিহত

মুন্সিগঞ্জ প্রতিনিধি

প্রতীকী ছবি

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের কেরানীগঞ্জের ধলেশ্বরী টোল প্লাজার অদূরে কাভার্ড ভ্যানের সঙ্গে প্রাইভেট কার সংঘর্ষে পান্না বণিক (৩৫) নামে এক নারী যাত্রী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছে আরও পাঁচজন। আজ সোমবার ভোর ৫টার দিকে কেরানীগঞ্জের ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের ঢাকামুখী লেনে ঘন কুয়াশায় কারণে পণ্যবাহী কাভার্ড ভ্যান প্রাইভেট কারকে পেছন থেকে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে।

নিহত পান্না বণিক কিশোরগঞ্জের বাজিতপুরের খোকন রায়ের স্ত্রী। আহতরা হলেন একই এলাকার সুশান্ত ঘোষের স্ত্রী শিল্পী ঘোষ, দীপক বণিকের ছেলে দীপ্ত বণিক, ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরের ইশিতা ঘোষ (১৩) এবং মাগুরার চাঁদপুর এলাকার ইউনুছ মোল্লার ছেলে কাভার্ড ভ্যান চালক মাহফুজ (৩৩)।

হাঁসাড়া হাইওয়ে থানা-পুলিশের উপপরিদর্শক আতিকুর রহমান বলেন, ভোর ৫টার দিকে এক্সপ্রেসওয়ের ঢাকামুখী লেনে ঘন কুয়াশায় কারণে পণ্যবাহী কাভার্ড ভ্যান প্রাইভেট কারটিকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে প্রাইভেট কার আরোহী ওই নারী নিহত হয়। প্রাইভেট কারটি মাওয়া থেকে ঢাকার দিকে যাচ্ছিল। এ দুর্ঘটনায় পাঁচজন আহত হয়েছে। নিহতের মরদেহ ও আহতদের উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।

বিমানবন্দর এলিভেটেড এক্সপ্রেসওয়ের ঢাকায় প্রবেশের পথ ৪ ঘণ্টা টোলমুক্ত থাকবে আগামীকাল

বিমানবন্দর থেকে গুলশান ও এভারকেয়ার হাসপাতাল এলাকায় ড্রোন ওড়ানো নিষেধ‎

বড়দিন উপলক্ষে আজ সন্ধ্যা থেকে শুক্রবার সকাল পর্যন্ত আতশবাজি ও ফানুস ওড়ানো নিষেধ

শ্রীপুরে গভীর রাতে ইটভাটায় ডেকে নিয়ে জাসাস নেতাকে কুপিয়ে হত্যা

যুবদল নেতা আরিফ সিকদার হত্যা: সুব্রত বাইনের মেয়ে ফের রিমান্ডে

ঘন কুয়াশায় মাওয়া এক্সপ্রেসওয়েতে চার যানবাহনের সংঘর্ষ, আহত কয়েকজন

ডেইলি স্টারে হামলার ঘটনায় গ্রেপ্তার আরও ১

ঢাকা মেডিকেলে ফেলে যাওয়া তরুণীর মরদেহ শনাক্ত, পরিবারের অভিযোগ হত্যা

পাখিও তো গান গায়, পাখির নীড় ভাঙবে কবে—সংস্কৃতিকর্মীর জিজ্ঞাসা

হাদি হত্যা মামলা: ফয়সালদের ৮ ব্যাংক হিসাব অবরুদ্ধ